সুব্রত মুখার্জির কথা মনে পড়ায় আবেগতাড়িত হয়ে পড়েন মমতা
বিষয় ছিল কলকাতার প্রাক্তন মেয়র ও প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জি। এদিন দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে গিয়ে প্রসঙ্গ ওঠে প্রাক্তন মন্ত্রীর।

শুভঙ্কর, কলকাতা: দুর্গাপুজো উদ্বোধন শেষ পর্বে চলে এসেছে। একদিকে যেমন কলকাতায় পা ফেলে এক জনপ্রিয় পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে পায়ের আঘাতের জন্য কলকাতা সহ সব জেলার বড় পুজোগুলি ভার্চুয়ালি উদ্বোধন করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অন্যদিকে মন্ডপগুলি কতটা প্রস্তুত সেই বিষয় সারপ্রাইজ ভিজিট করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করেন। তবে এদিন উনি পুরোনো স্মৃতিকে ঘিরে আবেগতাড়িত হয়ে পড়েন। বিষয় ছিল কলকাতার প্রাক্তন মেয়র ও প্রয়াত তৃণমূল নেতা সুব্রত মুখার্জি। এদিন দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিনের পুজো উদ্বোধন করতে গিয়ে প্রসঙ্গ ওঠে প্রাক্তন মন্ত্রীর।
পুরনো দিনের স্মৃতি সম্বন্ধে মুখ্যমন্ত্রী জানান, “এই পূজার উদ্বোধন করার আগে সুব্রতদাকে প্রণাম জানাতে চাই। ওনাকে আমি আজও ভুলতে পারিনি। উনি খুবই হাসিখুশি মানুষ ছিলেন। প্রতিবারই আমাকে বলতো, ডেটটা দে। এবং প্রতিবারে পুজোর সময় আমাকে ফুল দিত, শাড়ি দিত। উনি আজ আর নেই আমাদের মধ্যে। চরম অবহেলার কারণে ওনার মৃত্যু হয়েছে।”
তিনি আরো জানান, “এই পুজোটি একটি ঐতিহ্যবাহী পুজো। এর মতো আর দুটো পূজা হয়না। জীবন ছিল সুব্রতদার এই পুজোটি। সুব্রতদা আমাকে দেখলেই বারবার মন্ত্র পড়তে বলতো। আমি বৌদিকে অনুরোধ করব এই পুজোটি ধরে রাখতে এবং পাড়ার সকলকে অনুরোধ করব বৌদির খেয়াল রাখতে।”
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রায় শুরুর সময় থেকেই সুব্রত মুখার্জি যুক্ত ছিলেন। মাঝে দল পাল্টালেও তিনি ফের ফিরে আসেন তৃণমূলে। তিনি ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র। কলকাতা জুড়ে তার ভক্তের সংখ্যা ছিল অজস্র। ২০২১ সালের ৪ নভেম্বর তিনি এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ শুধু শাসকদলের তরফ থেকেই আসেনি। এসেছিল বিরোধী দলগুলি থেকেও। আজ তাঁর নেতৃত্বে থাকা পুজোর উদ্বোধন করতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী।