ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ফের ট্রোলের শিকার সুদীপা
ধেয়ে আসে একের পর এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মজাদার কমেন্ট।

শুভঙ্কর, কলকাতা: সেলিব্রেটি হোক বড় মাপের কি ছোট মাপের সবাইকেই পড়তে হয়েছে ট্রোলের মুখে। এর আগে ডেলিভারি বয়দের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। এবার একটি ফাস্ট ফুডের দোকানের খোঁজ দিয়ে ট্রোলের শিকার হলেন জি বাংলায় রান্নাঘর শো-এর সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়।
সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাঁকে বলতে শোনা যায় “দুর্গাপুজোয় শুধু প্যান্ডেল হপিং নয়, প্রয়োজন পরে একটি চপ-কাটলেটের দোকানও”। এই ভিডিও নিয়েই ট্রোল করা শুরু করা হয় সুদীপাকে। ধেয়ে আসে একের পর এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের মজাদার কমেন্ট। এক ব্যবহারকারী লেখেন, “প্রথমে ছিল শাড়ি, তারপর এলো গয়না। আর এবার ফুড ব্লগিং। আর যা বাকি থাকবে সব লিস্ট করে দিই। সুবিধা হবে আপনার।” অন্য এক ব্যবহারকারী লেখেন, “অভিনয়, শাড়ির দোকান, এসব ছেড়ে কি ফুড ব্লগিং শুরু করেছেন এবার।”
উল্লেখ্য, এই প্রথমবার সুদীপা কটাক্ষের বা ট্রোলের স্বীকার হননি। এর আগে শাড়ি বিক্রির একটি ভিডিও নিয়ে তাকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। যেখানে দেখা গিয়েছিল, বাংলাদেশের একটি জামদানি শাড়ি এক লক্ষ টাকা বলে দাবি করা হয় তাঁর তরফ থেকে। এই ভিডিওটি প্রচুর ভাইরাল হয়েছিল। এছাড়াও ডেলিভারি বয়দের নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। তাঁর ফেসবুক পোস্টে তাঁকে লিখতে দেখা যায়, “সুইগির একজন ডেলিভারি বয় কি ফোন না করে গন্তব্যে পৌঁছাতে পারেনা? আর ফোন করেই বা কেন বলে আমি আসছি গেটটা খুলে রাখুন? আমি কি দারোয়ান তার জন্য গেট খুলে রাখবো?” এই পোস্টের পর তাঁকে ভর্ৎসনা করেন টলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় মুখ। যদিও তিনি এই পোস্টের জন্য পরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন।