বহুবার পেয়েছেন সাফল্য, তবু পিছু ছাড়েনি ভয়: বললেন আবির

লাইট-ক্যামেরা- অ্যাকশন সারাবছরই এইভাবেই কাটছে নানা কাজে যুক্ত থাকার মধ্যে। এমনকি পুজোর সময়তেও স্বস্তি নেই কাজ থেকে । এবছর আবার পুজোর সময়তেই ১৯ অক্টোবর মুক্তি পেলো তার অভিনীত ছবি ' রক্তবীজ'।

কলকাতা : লাইট-ক্যামেরা- অ্যাকশন সারাবছরই এইভাবেই কাটছে নানা কাজে যুক্ত থাকার মধ্যে। এমনকি পুজোর সময়তেও স্বস্তি নেই কাজ থেকে । এবছর আবার পুজোর সময়তেই ১৯ অক্টোবর মুক্তি পেলো তার অভিনীত ছবি। ‘ রক্তবীজ’। রক্তবীজ,আবির চট্টোপাধ্যায়,কলকাতা,দুর্গা পুজো ২০২৩

সাধারণত বছরের বাকি দিনগুলো অন্নথা হলেও পুজোর সময়টা তার পরিবারকে নিয়েই কাটে। তবে এই বছর ছবির কাজ থাকার কারণে সেই গতানুগতিক জীবনে ঘটলো বদল। নানা জায়গায় ফিল্মের প্রমোশন পর্ব ও সাথে ফিল্ম রিলিজের জন্য নানা জায়গায় যাওয়ার তোড়জোড় এইসব নিয়েই কাটবে তার এই বছরের পুজো এমনটাই জানালেন রক্তবীজের অভিনেতা আবির চট্টোপাধ্যায় । রক্তবীজ,আবির চট্টোপাধ্যায়,কলকাতা,দুর্গা পুজো ২০২৩

জীবনে বহুবার সাফল্যের চাবিকাঠিকে নিজে হাতে অর্জন করেছেন তার সাথে ব্যাস্ততায় ভরা রোজকার দিন উপভোগ করলেও , পুজোর সময় তার ছবি রিলিজ নিয়ে যথেষ্টই চিন্তায় ছিলেন বলে জানান । রক্তবীজ,আবির চট্টোপাধ্যায়,কলকাতা,দুর্গা পুজো ২০২৩

অভিনেতার কথায়, “আমার ঠাকুমা বলতেন, রেজাল্ট বা কাজ নিয়ে যদি কেউ টেনশন করে, তাহলে বুঝতে হবে যে সে কাজের গুরুত্বটা বোঝে। তাই ছবি মুক্তির আগে টেনশন থাকে। এখন আরও সেটা বেড়েছে, কারণ দায়িত্ব বেড়েছে।”




Leave a Reply

Back to top button