বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ ২০২৩এ জয়ের ধারা অব্যাহত টিম ইন্ডিয়ার

বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে রোহিত শর্মা বাহিনী। এই জয়ের সাথে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে ‘মেন ইন ব্লু।’

মহারাষ্ট্র: বিশ্বকাপ ২০২৩এ অব্যাহত টিম ইন্ডিয়ার দাপট। বৃহস্পতিবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে পরাজিত করে রোহিত শর্মা বাহিনী। এই জয়ের সাথে পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে ‘মেন ইন ব্লু।’ পাশাপাশি ২০০৭ বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা খুব ভালই হয় নাজমুল হোসেন শান্ত বাহিনীর। তবে ১৫ ওভারের মাথায় অর্ধশতরান করে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার তানজিদ হাসান। এরপর অল পরানের মাথায় দ্রুত তিনটি উইকেট পড়ে যায়। তার মধ্যে একটি হল ওপেনার লিটন দাসের উইকেট। তিনিও অর্ধশতরান করেন। শেষের দিকে দ্রুতগতির কিছু পার্টনারশিপের সাহায্যে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে বাংলাদেশ। বল হাতে দুটি করে উইকেট পান বুমরাহ, সিরাজ ও জাদেজা এবং একটি করে উইকেট পান শার্দুল ঠাকুর ও রবীন্দ্র জাদেজা।

ICC,India,Bangladesh,Cricket

জবাবে রান তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান করতে থাকেন ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ৪৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। এরপর ক্রিজে বিরাট কোহলিকে নিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন শুভমান গিল। তবে এদিন তিনি ৬৭ রান করে দ্রুততম ২০০০ রান করার রেকর্ড করতে পারেননি। তিনি ৫৫ বল খেলে ৫৩ রান করে আউট হয়ে যান। এরপরে প্যাভেলিয়ানে একটি দ্রুত ইনিংস খেলে ফিরে যান শ্রেয়াস আইয়ার। অবশেষে কেএল রাহুলকে নিয়ে একটি পার্টনারশিপ গড়েন কিং কোহলি। একটি ছয় মেরে তিনি নিজের ৪৮তম সেঞ্চুরিতে পৌঁছান। এই ছয়ের সাথে টিম ইন্ডিয়া ম্যাচটি পকেটে পড়ে নেন ৭ উইকেটে। ম্যাচের সেরা হন তিনিই।

উল্লেখ্য, টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে টিম ইন্ডিয়া। বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে।




Leave a Reply

Back to top button