শাড়িতেই নারী ! পুজোয় কোনদিন কেমন সাজবেন টিপস দিলেন সায়ন্তনী

ষষ্ঠী থেকে দশমী পুজোর শুরু থেকে শেষ অবধি কেমন করে স্টাইল করবেন নিজেকে । শাড়ি পড়ে তাক লাগানো লুকস পাবেন কেমন করে ? এজন্যে হলে সরাসরি সেই বিষয়ে জেনে নিন অভিনয় জগতের বিখ্যাত মুখ সায়ন্তনী গুহঠাকুরতার থেকে।

দুর্গা পূজা লুক ২০২৩ : ঠাকুর দেখার ভিড় বেড়েছে দ্বিতীয়ার থেকেই। মেতে উঠেছে গোটা বাংলা । প্যান্ডেলে প্যান্ডেলে জনগণের ভিড়ে সামাল দেওয়া বেজায় জটিল হয়ে উঠছে ক্রমাগত । পুজোর দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ের পরিমাণ যেনো অবাধে বেড়েই চলেছে। এর পাশাপাশি পুজোর এই কটা দিন সকলেই চাই নিজেকে বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে । তবে ট্র্যাডিশনাল লুকে সকলের থেকে বেশি নজরকাড়া করার জন্য সমস্তরকম টিপস শেয়ার করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা।

 

ষষ্ঠীর সাজ – পুজো শুরুর প্রথম দিন হোক রঙিন ও সিম্পল । সাদা স্ট্রাইপ দেওয়া লাল রঙা সিল্কের শাড়িতে নিজেকে সাজিয়ে তুলেছেন সায়ন্তনী। সঙ্গে সাদা রঙা ডিপ নেকের ব্লাউজ । খোলা চুল আর হালকা মেকআপ করে নো মেকআপ লুকে অভিনেত্রীকে লাগছে অপরূপা । সাথে গলার মুক্তোর চোকার দিয়ে স্টাইল করেছেন এই লুকে।কলকাতা,ষষ্ঠী থেকে দশমী,ট্র্যাডিশনাল,শাড়ি

সপ্তমীর সন্ধ্যা – বোল্ড লুকে সপ্তমীতে সায়ন্তনী নিজেকে তুলে ধরেছেন লাল সুতোর কাজ করা কালো জামদানি দিয়ে। সাথে রয়েছে কাঁধকাটা ব্লাউজ আর জাঙ্ক জুয়েলারি । সবচেয়ে মনোমুগ্ধ তাঁর নোলক যেনো তাকে এক অন্যন্যা রূপে তুইও ধরতে সাহায্য করেছে।কলকাতা,ষষ্ঠী থেকে দশমী,ট্র্যাডিশনাল,শাড়ি

অষ্টমীর অঞ্জলী ও সন্ধারতি : স্পেশাল লুকে নিজেকে তুলে ধরতে কাঞ্জিভরম বা বেনারসি সিল্ক শাড়ি তো লিস্টে রাখতেই হয়। অষ্টমীর সকালে অঞ্জলির জন্য লাল-সাদা যেমন মাস্ট, তেমন রাতে লুকটা হতে হবে ঝলমলে। অঞ্জলী হোক বা সন্ধারাতি দেখার সুযোগ শাড়ি তো পড়তেই হয় , না হলে ট্রেডিশনাল লুকটা বাদ পড়ে যায়। হলুদ ভারী সিল্কের শাড়ি আর গলায় সোনালি ও মুক্তোর মিশেলে তৈরি গয়নায়, খোলা এক ঢাল চুল আর স্মোকি কাজলের সাজে অষ্টমীর লুকে সায়ন্তনী যেনো তাক লাগলো এক সাজ।কলকাতা,ষষ্ঠী থেকে দশমী,ট্র্যাডিশনাল,শাড়ি

নবমী হোক একটু এথনিক – নবমীর দিন মানেই পুজোর প্রায় শেষ লগ্নে চলে আসা । বাপের বাড়ি থেকে স্বামীর কাছে মা এর চলে যাওয়ার আগের দিন । তবে মনখারাপের মাঝেই সায়ন্তনী পরেছেন মেটালিক গোল্ড টিস্যু সিল্ক শাড়ি সাথে কালো পার। সঙ্গে কালো রঙা ডিপনেক স্লিভলেস ব্লাউজ। কানে ঝোলা দুল, গলায় কোনও অলঙ্কার নেই অভিনেত্রীর। গ্লসি লিপস আর স্মোকি আইসে লাস্যময়ী অভিনেত্রী ।কলকাতা,ষষ্ঠী থেকে দশমী,ট্র্যাডিশনাল,শাড়ি

মনখারাপ ও বিদায়পর্বের দিন দশমী : দশমীতে শাড়ি পড়ে মাকে বরণ ও জল মিষ্টি খাইয়ে বিদায় জানানোর পালা আসে এই দিন । তবে এইদিন কনোদ্রকম জাঁকজমক নয়, এক্সপেরিমেন্টাল লুকও নয়, এদিনের জন্য সায়ন্তনী বেছে নিয়েছেন ট্রাডিশন্যাল লাল পাড় সাদা শাড়ি। লালের পাশে শাড়ির সোনালি পাড়। আটপৌরে করে শাড়ি পরেছেন নায়িকা। সঙ্গে স্লিভলেস লাল ব্লাউজ আর সাবেকি সোনার গয়না। হাতে চূড়-বালা, গলায় ঝোলা ভারী হার, কানবালার সঙ্গে আবার ঝুমকো! কোমরবন্ধ থেকে নাকফুল পুজো যেনো মা দুর্গার এক নমনীয় রূপ।কলকাতা,ষষ্ঠী থেকে দশমী,ট্র্যাডিশনাল,শাড়ি

সৌজন্য–

স্টাইলিস্ট- দেবযানী ঘোষ

মেকআপ আর হেয়ার- দীপক শ

ফটোগ্রাফি- রুপসু দেবনাথ

শাড়ি- আলোরা (অনিন্দিতা)

জুয়েলারি- দ্য ক্যালকাটা আর্ট এম্পোরিয়াম জুয়েলার্স

রুপোর গয়না-ট্রেজার ট্রাঙ্ক দ্য় আর্ট স্টুডিও

মুক্তোর গয়না- আলোরা (অনিন্দিতা)

লোকেশন- দ্য কলকাতা স্টুডিও




Leave a Reply

Back to top button