বাঘা যতীন এখন সবার মুখে! তবে সৌমিত্র চট্টোপাধ্যায় এর সঙ্গে তার কি সম্পর্ক ?

চারিদিকে এখন বাঘযতীনের রব। তবে যাবেন কি কেনো তাকে নিয়ে চর্চা এখন তুঙ্গে ।

চারিদিকে এখন বাঘযতীনের রব। তবে যাবেন কি কেনো তাকে নিয়ে চর্চা এখন তুঙ্গে । তবে এখন এই বিষয় কথা শোনা যাচ্ছে লোকের মুখে মুখে । তবে জেনে নেওয়া যাক তাকে নিয়ে এত বক্তব্য কোন কারণে ।

বাঘযতীন, বাবাকে হারিয়েছেন মাত্র পাঁচ বছর বয়সে। এরপর তার পথ চলা শুরু হলো মা আর দিদির মামাবাড়িতে।এরপর কৃষ্ণনগরের একটি স্কুল, অ্যাংলো ভার্নাকুলার স্কুলে ভর্তি হন । সেখান থেকেই পাশ করেন প্রবেশিকা পরীক্ষায়। তবে তাঁর জীবনের একটা সময় কেটেছে যে বাড়িতে, যে বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বহু ইতিহাস তার কিন্তু এখন ভগ্নপ্রায় দশা।

বাঘা যতীন ওরফে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে নিয়ে এত চর্চা তার দেখা মিলল এবার সিনেমার পর্দায়। যেখানে বাঘযতীন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা দেব । যেই বাঘ যতীন আসলে একজন বীর ছিলেন ও তার দেশের প্রতি প্রোটিন আজও মনে রাখার মতো । খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করার জন্য তিনি বাঘা যতীন নাম পান। তাঁর ব্যক্তিগত জীবন থেকে বুড়িবালামের যুদ্ধ সহ সবটাই এবার রুপোলি পর্দায় উঠে এসেছে দেবের হাত ধরে। একদিকে যখন বীর বিপ্লবীকে নিয়ে এত চর্চা তখন সেখানে তাঁর স্মৃতি বিজড়িত বাড়িটির কিন্তু ভগ্নপ্রায় দশা।

বর্তমানে বাঘা যতীনের মামাবাড়ির কোনো অস্তিত্ব নেই। বাড়ি বিক্রি করে কৃষ্ণনগর ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন তাঁরা বহুদিন আগেই।বাঘা যতীনের মামাতো ভাইয়ের ছেলে সুজিত চট্টোপাধ্যায় আনন্দবাজারকে জানান, ‘আমরা সকলেই বাইরে থাকি রক্ষণাবেক্ষণের অভাবে বাড়িটার ভগ্নপ্রায় দশা হয়েছিল তখন বাধ্য হয়েই বিক্রি করে দিই।’ এই জমির একাংশ কেনেন তাঁদের এক ভাড়াটে। বাকিটা ২০০৭ সালে কিনে নেয় অমৃতেন্দু মুখোপাধ্যায় ট্রাস্ট। এখন সেখানে সিপিআইএমের অফিস। এই বাড়ির সামনের দিকের তিনটি ঘরে চলে পার্টি অফিস। তবে তাঁদের তরফে জানানো হয়েছে জায়গাটা তাঁরা সংস্কার করবেন।

বাঘা যতীন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রসঙ্গত বাঘা যতীনের সঙ্গে কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি পারিবারিক যোগ রয়েছে। সুজিত চট্টোপাধ্যায়ের কথায়, ‘বাঘা যতীনের ছোট মামা ছিলেন ললিতকুমার। তাঁর এক সন্তান হলেন মোহিত চট্টোপাধ্যায়, আমার জ্যাঠা। তিনিই সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা।’

বাঘা যতীন ছবি

এতক্ষণ ধরে যেই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছিলো সেই ছবির বাস্তবায়ন রূপ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। তবে বিতর্ক না লোকে অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখ এই ছবি নিয়ে। বাঘা যতীন ছবিতে দেব ছাড়াও আছেন সৃজা দত্ত, সুদীপ্তা চক্রবর্তী, প্রমুখ। এটির পরিচালনা করেছেন অরুণ রায়।




Leave a Reply

Back to top button