সপ্তমীতে প্রেমে মাতোয়ারা স্বস্তিকা – সোহিনী
লজ্জা কিসের ? চুটিয়ে প্রেম করছেন স্বস্তিকা - সোহিনী

তার প্রতি তার ভালোবাসার প্রকাশ। তবে সেই কাণ্ড ঘিরেই জনতার হাসি যেনো বন্ধ হবার জো নেই । কি এমন ঘটলো ? মহাসপ্তমীতে এই দুই নায়িকার মাখোমাখো প্রেম দেখেই অস্থির নেটপাড়া। একদিকে ‘কদলীবালা’, আরেকদিকে‘সত্যবতী’। কিন্তু এরা আসলে কারা ? এখন তারা সকলের চোখেই খুবই জনপ্রিয়। যাদের নিয়ে এত কথা তারা আর কেই না স্বক্তিকা মুখোপাধ্যায় ও সোহিনী সরকার।
কী এমন ঘটালেন তারা ?
মহাসপ্তমীর সকালে স্বস্তিকার পরনে ছিল হলুদ পাড়, সাদা শাড়ি আর সাথে ম্যাচিং করা হলুদ ব্লাউজ। তাঁর পুরো সাজেই ছিল বাঙালিয়ানার ছোঁয়া। অন্যদিকে, সোহিনী পরেছিলেন হলুদ রঙের শাড়ি, আর কালো ব্লাউজ। সাথে টিকলি দিয়ে তার সঙ্গীকে করেছেন সম্পূর্ণ। ব্যাকগ্রাউন্ডে পুরনো ‘পান খায় সাইয়া হামারা’ গানটি বেজে উঠতেই দুজনে সামনে ফিরে টুকুস করে পান মুখে ভরে দিলেন। এরপর গানের কথার সঙ্গে অঙ্গভঙ্গি করতে করতে সোহিনীকে জড়িয়েই ধরলেন স্বস্তিকা। তারপর স্বস্তিকা যা করলেন, তাতে সোহিনীর গলায় পান আটকে যাচ্ছিল বলে…। এরপর দুজনেই নিজেদের কাণ্ডকারখানায় হেসে লুটোপুটি খেলেন। পুজোর দিনে এমন মজাদার রিল ভিডিয়োটি পোস্ট করে সোহিনী লিখেছেন, ‘তুমি তাকালেই হয়ে যাই বোকা’। সোহিনীর পোস্টে স্বস্তিকা আবার কমেন্টে লিখেছেন, ‘তোকে আমি Love করি ‘। দুজনের এই কণ্ড দেখে সোশ্যাল মিডিয়ার পাবলিক হেসে গড়াগড়ি। তবে অনেকেই তাদের এই রীলসকে ভালোবাসা জানিয়েছেন ।
স্বস্তিকা সোহিনীর এই ভিডিয়ো দেখে ‘কদলীবালা’ আর সত্যবতীর কথা-ই মনে পড়েছে নেটপাড়ার। একজন লিখেছেন, ‘কদালিবালা এবং সত্যবতী একটি ভিন্ন দুনিয়া, তবু আমরা এদেরকে পছন্দ করি।’ কেউ লিখেছেন, ‘রিয়েল কদলীবালা দেবী’। কেউ আবার ব্যঙ্গ করে লিখেছেন, ‘কে বলে টলিপাড়ায় দুই নায়িকার বন্ধুত্ব হয়না!’
বাঙালির সবচেয়ে বড় উৎসব গোটা কলকাতার পাশাপাশি স্বস্তিকা – সোহিনীও দারুন মজার কাটাচ্ছেন । এবার স্বস্তিকার নিজের বাড়িতেই দুর্গাপুজোর সকল আয়োজন হয়েছে। সেই উপলক্ষেই বাড়ি ফিরছেন স্বস্তিকার কন্যা অন্বেষা।