দশম অবতার,বাঘাযতীন’ , মিতিন মাসী নাকি রক্তবীজ কে কাকে দিল টেক্কা ! দেখে নিন একবার
ব্যাক টু ব্যাক রিলিজ । জনপ্রিয় এই চার অভিনেতা ও প্রযোজক দর্শককে উপহার দিয়েছেন ভিন্ন ধরনের কিছু সিনেমা।

কলকাতা : ব্যাক টু ব্যাক রিলিজ । জনপ্রিয় এই চার অভিনেতা ও প্রযোজক দর্শককে উপহার দিয়েছেন ভিন্ন ধরনের কিছু সিনেমা। যার মধ্যে দেব নিয়ে এসেছেন এক বীর বিপ্লবীর গল্প ‘বাঘাযতীন’। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের থ্রিলার ছবি ‘দশম অবতার’। এছাড়াও মুক্তি পেয়েছে কোয়েলের ‘মিতিন মাসি’ ও মিমি- আবিরের ‘রক্তবীজ’। তবে কোনটি পেলো বেশি জনপ্রিয়তা , কর ছবি হলো সুপার ডুপার হিট। দেখে নেওয়া যাক এক ঝলকে।
অজানা বার্তা কিংবা শেষ পর্যন্ত রহস্যটা ঠিক কি এইধরনের ছবি রিলিজ হওয়া মানেই হল প্রায় ভর্তি হয়ে যাবার জো। কারণ বাঙালি মানেই সাসপেন্স,থিল্লের আরে সাথে যদি থাকে ইতিহাসের পাতা থেকে খুঁজে আনা অজানা তথ্য ত দেখতে তো হলে ভিড় করবেনই জনতা। কিন্তু প্রতিযোগিতায় কে কাকে পিছনে ফেললো তা এখনও পর্যন্ত পরিষ্কার কিছু জানা যায় নি।
তবে , মিডিয়া জানিয়েছে, দেবের ‘বাঘা যতীন’ মুক্তির চারদিনের মাথায় ছবির মোট কালেকশন প্রায় ২.০৩ কোটি টাকা। অন্যদিকে সৃজিতের ‘দশম অবতার’র বক্স অফিস কালেকশন মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ছিল প্রায় ১.৭৫ কোটি টাকা। তবে বুক মাই শোতে কত পরিমাণ টিকিট মানুষ অনলাইন বুক করছে রোজকার দিনে তাকেই দেখে বিচার করা হলো যে কে কার আগে ও কে কার পরে তা বিচার করে দেখা গেছে প্রথম স্থানে দশম অবতার। মোট ১৬.৪৮ হাজার টিকিট বুক হয়েছে। দ্বিতীয় স্থানে দেবের বাঘা যতীন। ১২.৩৭ হাজার টিকিটই বুকিং হয়েছে সেটির। তৃতীয় স্থানে থাকা রক্তবীজের বুকিং হয়েছে ১০.২৬ হাজার।
তবে এখনকার মতো দশম অবতার সবাইকে ছাপিয়ে এক নম্বরে থাকলেও শেষ পর্যন্ত সে তার জায়গা টিকিয়ে রাখতে পারে নাকি নিজের নাকি অন্য কেউ সেই স্থান সকল করে তাই দেখার বিষয়।