ঢাক বাজিয়ে তালে তাল মেলালেন অপরাজিতা
বাঙালিদের প্রিয় ও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো । নাচে গানে আড্ডায় ভরে ওঠে পুজোর এই দিনগুলি। তারই মধ্যে পুজোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ঢাক বাজানো ও তারই তালে মেতে ওঠা।

কলকাতা : বাঙালিদের প্রিয় ও সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো । নাচে গানে আড্ডায় ভরে ওঠে পুজোর এই দিনগুলি। তারই মধ্যে পুজোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ঢাক বাজানো ও তারই তালে মেতে ওঠা। তালে তাল মিলিয়ে পেট পা মিলিয়ে যদি একটু নাচই না হলো তবে যেনো দুর্গাপুজোর মজা একটু হলেও কমে যায়।
তবে এবার সেই ঢাকের তালে নেচে উঠল বাংলা সিনেমা ও টেলিভিশন জগতের সবচেয়ে জনপ্রিয় ও সকলের প্রিয় একজন মানুষ। অপরাজিতা আঢ্য। যার অভিনয় সকলের কাছে খুবই জনপ্রিয় ও এক নামেই যাতে বহু মানুষ চিনে থাকেন। হাজারো ব্যাস্ততায় এই পুজোর সম্পেতেও থাকলেও তারই মধ্যে নিজেকে উজাড় করে তুলে ধরেছেন এই পুজোতে।
তাকে দেখা গেলো তারই পাড়ার পুজো বেহালার পাড়ার পুজোতে। অষ্টমীর দিন তাকে দেখা গেলো এক অন্য রূপে। এই অপরাজিত কোনো সিরিয়ালের অভিনেত্রী বা সিনেমার না বরং এই অপরাজিতকে দেখা গেলো ঢাক বাজাতে। সাথে ঢাকের তালে শাড়ি পড়ে উদ্যম নৃত্য করলেন নিজের পরতে। তবে তাকে দেখে বলতেই হয় যে বয়স শুধুমাত্র একটা নিমিত্ত মাত্র,নিজে যেটা পছন্দ করো সেটা করতে কিসের বাঁধা।