সুরুচিতে তিন নায়িকা নেচে উঠলেন ঢাকের তালে

কলকাতা : দুর্গাপুজো যার জন্য সকলেই অপেক্ষা করলে থাকে একটা গোটা বছরের জন্য। এই আগমন সাথে তাকে বিদায় জানিয়ে আবারো স্বাগত জানানো এই সব মিলিয়েই বাঙালি দুর্গাপুজোয় হয়ে উঠে আত্নহারা।
তবে এই পুজো নিয়ে সকলের মধ্যেই চলে নানান প্লানিং, কোনদিন কি পড়বে , কিভাবে সাজবে ,কোথায় কোথায় ঠাকুর দেখবে সব কিছু মিলিয়ে দিনগুলি দরুন কাটে সকলের । তবে এই দুর্গাপুজোটি সাধারণ মানুষ সহ দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের ঢল। তারাও ঘুরে দেখেন বহু প্যান্ডেল । পরিক্রমার পাশাপাশি তারা বিচারক হয়ে আসেন সংস্থার হয়ে যে কোন পুজো এবার সেরার সেরা । তার মধ্যে প্যান্ডেল সাজ,থিম,মণ্ডপ সবকিছুর ওপর বিচার করেন তারা।
আর তারই মধ্যে দেখা গেলো পঞ্চমীর রাতে তিন বিখ্যাত নায়িকাকে সুরুচি সংঘের পুজোতে। উপস্থিত ছিলেন অভিনেত্রী উষসী রায়, সৌরসেনী মিত্র ও সঞ্জনা বন্দ্যোপাধ্যায়। সকলের পরনে ছিল শাড়ি।সৌরসেনী ও উষসীর পরনে ভিন্ন শেডসের গাঢ় গোলাপী রঙা শাড়ি। অন্যদিকে সঞ্জনা নিজেকে সাজিয়েছেন হালকা রঙের শাড়িতে।
এছাড়াও তারা মণ্ডপ উপস্থিত হয়ে একটু আনন্দ উপভোগ করলেন ঢাকের তালে সঙ্গে। যেখানে উপস্থিত ছিলেন অরূপ রায় তিনি ঢাকের তাকে তাল দেবার সাথে অভিনেত্রীরা সেই তালে জমিয়ে নেচে নিলেন। তাদের সেই সুন্দর মুহুর্তের ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী উষসী।তিন অভিনেত্রীর ফ্যানেরা ভালোবাসা ও শুভেচ্ছা বার্তায় ভরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সকলেই দারুণ খুশি একসঙ্গে তাঁদের এভাবে দেখে। ভিডিওর ক্যাপশনে উষসী লিখেছেন ‘আমাদের পঞ্চমীর কিছু মুহূর্ত সুরুচি সংঘে’।