কারা পেলো সেরার সেরা শিরোপা! দেখে নিন এক নজরে
বাঙালির সবচেয়ে বড় উৎসব যা পেলো এবার ইউনেস্কোর স্বীকৃতি। সেই কারণেই এখন দুর্গাপুজো পৌঁছে গেলো বিশ্ব দরবারে। আর এই দুর্গাপুজোর প্রতিবারের নানা ধরনের থিম, মণ্ডপ সজ্জা, উপস্থাপনা সবকিছু মিলিয়েই পুজো কমিটিগুলির তরফ থেকে মনোনীত করা হয় কোন পুজোগুলি সেরার সেরা পুরষ্কার পাচ্ছে।

বাঙালির সবচেয়ে বড় উৎসব যা পেলো এবার ইউনেস্কোর স্বীকৃতি। সেই কারণেই এখন দুর্গাপুজো পৌঁছে গেলো বিশ্ব দরবারে। আর এই দুর্গাপুজোর প্রতিবারের নানা ধরনের থিম, মণ্ডপ সজ্জা, উপস্থাপনা সবকিছু মিলিয়েই পুজো কমিটিগুলির তরফ থেকে মনোনীত করা হয় কোন পুজোগুলি সেরার সেরা পুরষ্কার পাচ্ছে। তবে এই পুরস্কারের ওপরেও রয়েছে বাংলার রাজ্যপালের দ্বারা প্রতিষ্ঠিত ‘দুর্গারত্ন পুরষ্কার’।
এই পুরস্কার দেওয়া হয়ে থাকে সেই সকল পূজা মণ্ডপগুলোতে যারা সবচেয়ে অনবদ্য ও যা সকলকে ছাপিয়ে গেছে । যার ভাবনা নজর কেড়েছে সবার। তার মধ্যে মোট ৪ টি মণ্ডপকে জনগণের পছন্দের ভিত্তিতে দেওয়া হয়েছে সেরার সেরা শিরোপা।
পুরস্কারের জন্য মতামত জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছিল, যারা রাজভবনের মনোনীত ইমেলে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পুরষ্কারটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পনসর করেছে এই বছর।
এবার দেখে নেওয়া যাক কোন চারটি মন্ডপকে বেঁচে নেওয়া হয়েছে এই পুরস্কারের জন্য ।
° টালা প্রত্যয় দুর্গা মণ্ডপ (আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহার)
• কল্যাণী আইটিআই মণ্ডপ (দৃষ্টি সুখ)
•বন্ধুদল স্পোর্টিং ক্লাব, বরানগর (পরিবেশ সচেতনতা)
• নেতাজি কলোনি (নিচু জমি) মণ্ডপ (উদ্ভাবনী থিম)
নগদ ৫ লাখ টাকা পুরস্কার মূল্য পাচ্ছে এই চারটি পুজো কমিটি। যা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। পুরস্কারের পাশাপাশি বিজয়ী পুজো কমিটিগুলিকে একটি সম্মাননা পত্র ও একটি ফলকও দেওয়া হবে।