হাতির মৃত্যুকে ঘিরে রহস্য আলিপুরদুয়ারে
হাতির মৃত্যুতে চাঞ্চল্যকর পরিস্থিতি। কিভাবে ঘটলো হাতিটির মৃত্যু?

আলিপুরদুয়ার : ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার উত্তর মেন্দাবাড়ি এলাকায়। এই এলাকাটিতে হঠাতই একটি হাতির মৃত্যু ঘটে। জানা গেছে ওই বুনো হাতিটিকে আজ বুধবার সকালে একটি সুপারি গেছে নিচে পরে থাকতে দেখেন গ্রামবাসীরা। হাতিটিকে ঘিরে ছড়াতে থাকে নানান চাঞ্চল্যকর বিষয়। যে কেনো এইভাবে হাতিটিকে মৃত পাওয়া গেলো ওই এলাকায়।
এরপর গ্রামবাসীরা ওই হাতিটিকে মৃত অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় বন দফতরকে। একাকার মানুষ অভিযোগ করেছেন, বিদ্যুৎ দফতরের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে।স্থানীয় বাসিন্দা বিজয় মুন্ডা জানান, বিদ্যুৎ দফতরের তার সুপারি বাগানের অনেক নিচ দিয়ে গিয়েছে। আমরা বহুবার এই নিয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু শোনা হয়নি কথা। বিদ্যুতের তারের সংস্পর্শে এসেই হাতিটির মৃত্যু হয়েছে।