শিলিগুড়ির এক পুজোতে সিঁদুর খেলায় রূপান্তরকামীরা

বাকিদের থেকে আলাদা,সমাজ তাদের করে থেকে অবহেলা। তবু পুজোর দিনেও তাদের এক অন্য রূপ ধরা পড়লো,যা নজর কাড়লো সবার।

শিলিগুড়ি : দুর্গাপুজোর মত এত বড় উৎসবে মেতে ওঠেন গোটা বাংলার মানুষজন। মহালয়া থেকে পুজোর এই পাঁচদিনের আনন্দ বাঙালির কাছে গোটা বছরের অপেক্ষার পর আসে। তবে শুরু ঠিক শেষের পথে যখন মায়ের চলে যাবার দিন দশমী আসে সেদিন বাঙালি মেতে ওঠে সিঁদুর খেলায় সাথে ঢাকের তালে নাচের মাধ্যমে।

এরকমভাবেই দশমীর দিনে তারাও মেতে উঠেছে। শিলিগুড়ির এক পুজোতে আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন রূপান্তরকামীরা। সকলে মিলে অংশগ্রহণ করেছে দশমীর দিনে সিঁদুর খেলায়। এমনই এক দৃশ্য সকলের নজর কেড়েছে। সকলে যাদেরকে একটু অন্য নজরে দেখে থাকেন এদিন তারাও সকলের সাথে মিলেই আনন্দ করেছেন পুজোর শেষ লগ্নে।

মাকে বিদায় জানানোর পাশাপাশি একটু একসাথে ঢাকের তালে পা মিলিয়ে এক অন্যতম দৃষ্টান্ত তুকে ধরেছেন সমাজের চোখে।




Leave a Reply

Back to top button