শিরডির মন্দিরে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী
ঠিক কি কারণে হঠাতই প্রধানমন্ত্রীকে রওনা হতে হলো মহারাষ্ট্র সফরে। তবে কি সবকিছুর পিছনে কারণ অন্য কিছু?

শিরডি : আজ বুধবার মহারাষ্ট্রে সফরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্র সফরে গিয়ে তিনি সেখানে পুজো দিতে যান সিরডির সাইবাবার মন্দিরে। এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল রেমেশ বেইস,মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।জানা গেছে তাদের মহারাষ্ট্র যাওয়ার মূল উপলক্ষ তারা সেখানে একটি ৭৫০০ কোটি টাকার প্রকল্প চালু করবেন বলে।যেই প্রকল্পের দ্বারা ৮৬ লক্ষেরও বেশি কৃষক উপকৃত হবেন। তবে একটা সোনা যাচ্ছে যে , এইসব প্রকল্পের বার্তা সমস্ত কিছুই ভোটের কারণে। কারণ আসছে বছরই লোকসভা ভোট । আরে সেই কারণ বসতই মূলত নিম্নশ্রেণীর পাশে দাঁড়ানোর নানান অঙ্গীকার চলছে।