‘মন দিতে চাই’এর গল্পে নতুন মোড়

জন্মদিনের কথা মনে নেই সোমরাজের। এই দেখে অত্যন্ত দুঃখ পায় তিতির। এবার কি হতে চলেছে? সোমরাজ কি করবে এই পাপের প্রায়শ্চিত্ত? কি করে মুছবে তিতিরের মন থেকে এই যন্ত্রনা? এই সব উত্তর পাওয়া যাবে আগামী পর্বে।

কলকাতা: দেখতে দেখতে কেটে গেলো আট মাস আর তার মধ্যেই বড়ো প্রভাব ফেলতে সফল হয়েছে ‘জি বাংলা’র ‘মন দিতে চাই’। এই সিরিয়াল সবে পার করেছে ২০০ এপিসোড। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ‘গুড বুক’এ চলে আসায় বিরাট জন্যপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক। এমনকি ইউটিউব হোক কি ‘জি ৫’ বা ‘হটস্টার’ এর মতো বিনোদনের অ্যাপ, সবেতেই ভিউয়ার সংখ্যা চোখে পড়ার মতো। নায়ক-নায়িকার রোম্যান্স থেকে শুরু করে শত্রুদের ছক, সবকিছুর মিশ্রণ দিয়ে তৈরি এই সিরিয়াল। এছাড়াও আর পাঁচটা বাংলা সিরিয়ালের মতো রয়েছে নিজস্ব ‘কমিক মোমেন্টস’। সব মিলিয়ে এই মুহূর্তে এই ধারাবাহিক সিরিয়াল প্রেমীদের নয়নের মণি হয়ে উঠেছে। পাশাপাশি বেশ ভালোই টক্কর দিচ্ছে অন্য সদ্য আসা ও লম্বা সময় ধরে চলা সিরিয়ালদের।

তবে এই সিরিয়ালের ভক্তদের জন্য এবার আসতে চলেছে গল্পে নতুন মোড়। তবে তার আগে জেনে নেওয়া দরকার গল্পের বিষয়বস্তু। এই রোম্যান্টিক ড্রামা একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিতির বসু এবং বড়লোক পরিবারের ছেলে সোমরাজ ব্যানার্জিকে ঘিরে। তবে এখানে দুজনেই ব্যবসায়ী। গল্পে দেখা যাচ্ছে সোমরাজ একজন অহংকারী ব্যবসায়ী যিনি মনে করেন পুরুষের সাফল্যের পেছনে নারীর কোন ভূমিকাই নেই। মিডিয়া যখন তাঁর সাফল্যের পেছনে হাত কার জিজ্ঞাসা করে, তখন তিনি জানান তিনি এবং তাঁর কঠোর পরিশ্রম এই সাফল্য এনে দিয়েছে। এমন মন্তব্যে ক্ষুব্ধ তিতির সোমরাজদের তরফ থেকে পাওয়া অর্ডার বাদ দেন এবং সোমরাজকে জানান যে তার যখন এতই নারীর প্রতি বিদ্বেষ, তাহলে তিনি যেন নিজেই অর্ডারটা নেন। এরপর আর পাঁচটা সিরিয়ালের মতোই দেখা যায়, দুই ঝগড়ুটে চরিত্রের বিবাহ। প্রথমে শুরু হয় ঝগড়া, তারপর ধীরে ধীরে তা এগোয় মনের মিলনের পথে।

Bengali Serial,Entertainment,Mon dite chay,Titir,somraj

এই সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে স্ত্রীর জন্মদিন ভুলে গিয়েছে স্বামী, অর্থাৎ তিতিরের জন্মদিন ভুলে গিয়েছে সোমরাজ। যা দেখে অত্যন্ত দুঃখ পায় তিতির। এবার কি হতে চলেছে? সোমরাজ কি করবে এই পাপের প্রায়শ্চিত্ত? কি করে মুছবে তিতিরের মন থেকে এই যন্ত্রনা? এই সব উত্তর পাওয়া যাবে আগামী পর্বে। তাই অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলায়।




Leave a Reply

Back to top button