ঠিক কি কারনে হাসপাতালে ভর্তি হতে হল সায়ন্তনীকে
পুজোর পরই অসুস্থ টলি জগতে এই অভিনেত্রী। বর্তমানে হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।

কলকাতা : পুজোর রেশ কাটতে না কাটতেই এবার অসুস্থ হয়ে পড়লেন এই জনপ্রিয় অভিনেত্রী ও একাধারে মডেল। টলিউড জগতের বহু সিরিয়ালে ও নানান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে।অভিনয়ের দ্বারা দর্শকদের মন জিতে নিয়েছেন বারংবার। এছাড়াও তাকে দেখা গেছে নানান ফটোশুটে। গ্ল্যামারাস লুকে কিংবা সিম্পল ট্র্যাডিশনাল লুকে নজর কেড়েছেন সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু এই মুহূর্তে সেই অভিনেত্রী ভর্তি রয়েছেন হাসপাতালে। চলছে স্যালাইনও। ঠিক কি কারণে কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন সেই বিষয়ে চিন্তিত তার দর্শকবন্ধুরা।
এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই তিনি ভর্তি রয়েছেন বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে। তার এই হঠাৎ এইভাবে অসুস্থতার খবর জানা গিয়েছে তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্ট থেকে । শুক্রবার সকালে তিনি তার অ্যাকাউন্টটি থেকে তার অসস্থতার কথা জানান সকলকে। ছবিতে দেখা যায় তিনি হাসপাতালের একটি বেডে শুয়ে রয়েছেন সেখানে তার হাতে চলছে স্যালাইনও।
এছাড়াও তিনি জানিয়েছেন যে , তার এই অসুস্থতার কারণে তাকে স্যালাইনের পাশাপাশি ইনজেকশনও দিতে হয়েছে। এছাড়াও তিনি সংবাদমাধ্যমকে তার এই অসুস্থতার ব্যাপারে জানিয়েছেন যে,দশমীর রাত থেকে জ্বরে ভুগছিলেন তিনি কিছুতেই জ্বর না কমায় বাধ্যতামূলক বৃহস্পতিবার তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
তিনি আরও শুক্রবার সকালে ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। জ্বর না কমায় ইঞ্জেকশন দিয়ে জ্বর কমানোর চেষ্টা করছেন চিকিৎসকরা। আপাতত তাকে কয়েকদিন রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তার।