ঈশাকে খুন্তি নিয়ে আক্রমণ পর্ণার! হঠাৎ কি হলো?
কি হবে এরপর? চাপে পড়ে কি সবকিছু স্বীকার করে নেবে ঈশা? কি লেখা আছে এবার ঈশার কপালে? সবকিছু জানা যাবে আগামী পর্বে।

কলকাতা: প্রথম দিন থেকে এখনো অবধি দাপট বজায় রেখেছে ‘জি বাংলা’র ‘নিম ফুলের মধু’। ফ্যামিলি ড্রামা প্রেমীদের কাছে এই সিরিয়াল হয়ে দাঁড়িয়েছে এক অভ্যাস। যদিও বা ভুল করে টিভিতে মিস হয়, কিন্তু অ্যাপে দেখার এখন একটা সুবিধা রয়েছে। সুতরাং কোনোভাবেই মিস হয়না দেখা। এই সিরিয়াল ইতিমধ্যে পার করেছে ৩০০টি এপিসোড। লম্বা সময় ধরে টিকিয়ে রাখা মানে বুঝতেই পারছেন জনপ্রিয়তার পর্যাটা কি বা মাত্রাটা কতটা। পাশাপাশি, টিআরপির লড়াইয়ে কতটা এগিয়ে সেটাও স্পষ্ট। এই সিরিয়ালের ফ্যানেদের জন্য প্রতি মুহূর্তেই ছাড়া হচ্ছে প্রোমোর মধ্যে নতুনত্ব কিছু, সে টিভির পর্দায় হোক কি সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আগামী পর্বে আসছে ধামাকা। মোড় ঘুরতে চলেছে গল্পের। আসতে চলেছে ট্যুইস্ট।
আগামী পর্বে ফের উঠে আসবে নায়িকা বনাম খলনায়িকা চিত্র। বিপত্তি এলো দুর্গাপুজোর ভোগ রান্নায়। উধাও হয়ে গেলো মশলা। জি বাংলার তরফ থেকে প্রকাশ করা প্রোমোতে দেখাচ্ছে গল্পের নায়িকা পর্ণা (পল্লবী শর্মা) বলছে “মশলার তো আর হাত-পা নেই। এমনি এমনি উধাও হয়ে গেল। কেউ প্রাণপণে চেষ্টা করছে আমাদের পুজোটা পন্ড করার।“ এরপরই গল্পের খলনায়িকা ঈশাকে বলতে দেখা যায়, “তুই কি আমার উদ্দেশ্যে এই কথাগুলো বললি পর্ণা?” এরপরেই পর্ণার তরফ থেকে আসে সেই মাস্টারস্ট্রোক। তাঁর সরাসরি বক্তব্য “পরলো কথা লোকের মাঝে, যার কথা তার গায়ে বাজে”। এরপরই পর্নাকে খুন্তি গরম করে ঈশাকে আক্রমণ করতে দেখা যায়। কি হবে এরপর? চাপে পড়ে কি সবকিছু স্বীকার করে নেবে ঈশা? কি লেখা আছে এবার ঈশার কপালে? সবকিছু জানা যাবে আগামী পর্বে।
উল্লেখ্য, শেষ প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী দর্শকদের ধরে রাখতে সফল হয়েছে ‘নিম ফুলের মধু’। এছাড়াও, গল্পের নায়ক ও নায়িকা অর্থাৎ পল্লবী শর্মা রুবেল দাসের অন-স্ক্রিন কেমিস্ট্রি জিতে নিয়েছে ভক্তদের মন।