প্রাণ প্রতিষ্ঠা হলো নৈহাটির বড়মার! শুরু পুজোর প্রস্তুতি

এই কাজটি সম্পন্ন করেছেন বেনারসের তিনজন, হালিশহরে রামপ্রসাদের ভিটে থেকে তিনজন এবং বড়মার মন্দিরের চারজন পুরোহিত। এবার থেকে এই সাজানো গোছানো অবস্থাতেই মাকে পাওয়া যাবে।

নৈহাটি: মাত্র কয়েকদিন হল শেষ হয়েছে বাঙালির প্রিয় উৎসব দুর্গাপূজা। তারই মাঝে এলো আরো একটি সুসংবাদ। আজ শনিবার প্রাণ প্রতিষ্ঠা হলো নৈহাটির বড়মার। পাশাপাশি করা হলো চক্ষুদানও। এছাড়াও অখন্ড জ্যোতি বসানো হবে মায়ের মূর্তির সামনে এবং এটি ১২ বছর ধরে টানা জ্বলবে। সাথে মন্দিরের ধ্বজা প্রতিষ্ঠিত করা হবে আজ। নৈহাটি বড়মাকে ঘিরে রয়েছে সবার আবেগ। এই আবেগ শুধু পশ্চিমবঙ্গ অবধি সীমিত নয়। এই আবেগ ছড়িয়েছে গোটা দেশে এবং সারা বিশ্বে বাঙালির মধ্যে।Naihati,Festival,WB,Boro Maa,Ritual

জানা গিয়েছে, মায়ের মূর্তি সাড়ে চার ফুটের। কষ্টিপাথর আনা হয়েছে রাজস্থান থেকে এবং মায়ের মূর্তি সাজানো হয়েছে ১০০ ভরি সোনা ও রুপোর গয়নায়। মায়ের এই পবিত্র মূর্তিটি বানিয়েছেন নৈহাটির রাজেন্দ্রপুরে রাজস্থানি শিল্পী ধর্মেন্দ্র সাউ। এই উদ্যোগকে সফল করতে বৃহস্পতিবার ঘট ও ধ্বজাপুজোর কাজ এবং শুক্রবার গীতাপাঠ, মন্ত্রপাঠ, রুদ্রপাঠ, মহা মৃত্যুঞ্জয়পাঠ, হোমযজ্ঞ, ইত্যাদি সবকিছু করা হয়েছে। এই কাজটি সম্পন্ন করেছেন বেনারসের তিনজন, হালিশহরে রামপ্রসাদের ভিটে থেকে তিনজন এবং বড়মার মন্দিরের চারজন পুরোহিত। এবার থেকে এই সাজানো গোছানো অবস্থাতেই মাকে পাওয়া যাবে। নিরাপত্তার কথা মাথায় রেখে এদিন অসংখ্য পুলিশ মোতায়ন করা হয়েছে মন্দির চত্বর সহ এলাকা জুড়ে।আগামীকালের কর্মসূচি সম্বন্ধে জানা গিয়েছে, বড়মার মূর্তির উদ্বোধন হবে বেলা ১২.৫৫ মিনিটে। শাসকদল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা। তবে তিনি আসতে পারবেন কিনা, সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তবে আগামীকাল নিশ্চিতভাবে উপস্থিত থাকবেন দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, তারাপীঠ সহ বিভিন্ন পবিত্র স্থানের সেবায়েতরা। পাশাপাশি উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী পার্থ ভৌমিক।

আগামীকালের অনুষ্ঠান ঘিরে পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, “যেভাবে অরবিন্দ রোডে বড়মার মূর্তি পূজিত হবেন, তেমনি রবিবার থেকে মন্দিরে মায়ের মূর্তিও পূজিত ঠিক একইভাবে হবেন।”




Leave a Reply

Back to top button