টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, শুরুতে কিছুটা চাপে ভারত
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যার ফলে ২০২৩ বিশ্বকাপে প্রথমবার শুরুতে ব্যাট করতে নামেছে রোহিত শর্মা, শুভমান গিলরা

লখনউ: একদিনের ক্রিকেট বিশ্বকাপের ২৯তম ম্যাচ। মুখোমুখি ভারত-ইংল্যান্ড। লখনওর একানা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে। বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে রয়েছে রোহিত শর্মার দল। অন্যদিকে মাত্র একটি ম্যাচে জয় পেয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। যার ফলে ২০২৩ বিশ্বকাপে প্রথমবার শুরুতে ব্যাট করতে নামেছে রোহিত শর্মা, শুভমান গিলরা । তবে অধিনায়ক রোহিত শর্মা টসের পর জানিয়েছেন শুরুতে ব্যাট করা তাঁদের জন্য কোনও অতিরিক্ত চাপ হবে না।
ছটি ম্যাচে ছয়টি জয় ধরে রাখতে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। এই মুহূর্তে তিনটি উইকেট হারিয়ে বসেছে ভারত। তবে ম্যাচ জেতার জন্য দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ইংল্যান্ডও পরপর ম্যাচ হারার পরেও নিজেদের প্রথম একাদশে কোনও পরিবর্তন আনতে চায়নি। রোহিত শর্মারা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে কোন ঘাটতি রাখতে চাইবে না। অন্যদিকে ইংল্যান্ড নিজেদের কঠিন পরিস্থিতি থেকে বার করে আনার জন্য পুরো চেষ্টা করবে তা বলাই বাহুল্য।
একানা স্টেডিয়ামের আবহাওয়া সম্পর্কে যা জানা যাচ্ছে তাতে খেলা ভেস্তে যাওয়ারর কোনও আশঙ্কা নেই। বৃষ্টি একেবারেই হবে না। এখন তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও সূর্য ডোবার পর তা দ্রুত পড়তে শুরু করবে বলে জানা গেছে। শিশিরের একটা প্রভাব থাকবে এই ম্যাচে। মাঠে শিশির পড়ার ফলে ফিল্ডিং বেশ কঠিন হয়ে পড়ে। আউটফিল্ড ফাস্ট হয়ে যাওয়ায় ব্যাটারদের অনেক সুবিধা হয়। সেই দিক মাথায় রেখেই টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। বর্তমানে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সংগ্রহ পয়েন্ট ১০। অন্যদিকে গত বরের বিশ্বকাপ জয়ীরা একদম শেষ স্থানে রয়েছে। পাঁচটার মধ্যে একটাতে জিততে পেরেছে তারা। পয়েন্ট ২। এই ম্যাচ হেরে গেলে সেমিফাইনালে দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে ব্রিটিশরা।