ঠান্ডা পানীয় খাইয়ে সর্বস্ব লুট সহযাত্রীদের, আরপিএফ এর জালে ৫ লুণ্ঠন গ্যাঙের মূল পান্ডা!

বেহুশ করে সহযাত্রীদের মালপত্র লুট হাওড়া স্টেশন চত্বরে অবশেষে আরপিএফ এর জালে আটক ৫ কুচক্রী!

হাওড়া: মাদক খাইয়ে যাত্রীদের সর্বস্ব লুঠ করার একটি বড়সড় চক্রকে ধরল আরপিএফ। বুধবার হাওড়া স্টেশনের আট নম্বর প্লাটফর্মে আপ মিথিলা এক্সপ্রেসের জেনারেল বগির সামনে থেকে আটক হয় লুণ্ঠন গ্যাঙের ৫ পান্ডা।

Station area,Howrah station,Mithila Express,RPF,stealing,suspicious,Passanger,luggage

 

প্রসঙ্গত, দেওয়ালি এবং ছট পুজো উপলক্ষে হাওড়া স্টেশনে যাত্রী চাপ যথেষ্ট বেশি। এই সময় এই দুষ্কৃতীরা ট্রেনে উঠে যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে তাদের মাদক মেশানো ঠান্ডা পানীয় অথবা জল খাওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কেউ যদি তাদের পাতা ফাঁদে পা দেন, তাহলে ওই যাত্রীর সর্বস্ব লুঠ করে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা। জানা গিয়েছে, গত কয়েক মাসে হাওড়া ডিভিশনে বেশ কয়েকটি এই ধরনের ঘটনা ঘটায় নড়েচড়ে বসে আরপিএফ। তৈরি হয় স্পেশাল অ্যান্টি ড্রাগ স্কোয়াড, ওই টিম চলন্ত ট্রেনে ও প্লাটফর্মে নজরদারি শুরু করে এরপরেই বৃহস্পতিবার হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে আপ মিথিলা এক্সপ্রেসের জেনারেল বগির সামনে থেকে এদের হাতেনাতে ধরা হয়। ওই ট্রেনের অসংরক্ষিত কামরায় ওঠার জন্য যাত্রীরা যখন প্লাটফর্মে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন সেই সময় ভিড়ের মধ্যে পাঁচজন দুষ্কৃতীও তাদের মধ্যে মিশে ছিলেন। এই পাঁচ জনের মধ্যে কয়েকজন আগেও বেশ কয়েকটি মামলায় ধরা পড়েছিল। কর্তব্যরত আরপিএফ আধিকারিকরা তাদের চিনতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অন্যান্য আরপিএফ আধিকারিকদের। বাকি বাহিনী এসে ওই পাঁচজন দুষ্কৃতীকে হাতেনাতে ধরেন। তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে আরপিএফ জওয়ানরা মাদক, ঠান্ডা পানীয় এবং জলের বোতল উদ্ধার করে।

এবিষয়ে আরপিএফ এর তরফে জানা গিয়েছে, ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।তারা তাদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে আধিকারিকরা। এরপর আর পি এফ এর পক্ষ থেকে তাদের হাওড়া স্টেশনের জিআরপির হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার তাদের হাওড়া আদালতে তোলা হবে। এর পাশাপাশি, ধৃতদের জেরা করে পুলিশ জানতে চাইছে এই চক্র আর কোথায় কোথায় সক্রিয় রয়েছে। সেই অনুযায়ী রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে। এদিকে স্টেশন চত্বরে এই ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা প্রত্যহ হাওড়া স্টেশনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, তার ই মাঝে এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় স্টেশন চত্বরে পরে আরপিএফ এর তরফে পরিস্থিতি সামাল দেওয়া হয়।




Leave a Reply

Back to top button