ঠিক কি কারনে কটাক্ষের মুখে পড়তে হলো এ আর রহমানকে?

বিতর্কের উৎস, সদ্য মুক্তি পাওয়া 'পিপ্পা' (Pippa) সিনেমার 'কারার ওই লৌহকপাট' গানের রিমেক। এই গানটি মুক্তি পাওয়ার পর ক্ষুব্ধ হয়েছেন বহু বাঙ্গালী শিল্পী। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ বিকৃত করে দেওয়া হয়েছে গানটি।

কলকাতা : বিতর্কে জড়ালেন বিখ্যাত সুরকার, তথা গায়ক, এ আর রহমান (AR Rahman)। বিতর্কের উৎস, সদ্য মুক্তি পাওয়া ‘পিপ্পা’ (Pippa) সিনেমার ‘কারার ওই লৌহকপাট’ গানের রিমেক। এই গানটি মুক্তি পাওয়ার পর ক্ষুব্ধ হয়েছেন বহু বাঙ্গালী শিল্পী। তাঁদের বক্তব্য, সম্পূর্ণ বিকৃত করে দেওয়া হয়েছে গানটি। পাশাপাশি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও (Kazi Nazrul Islam) অপমান করা হয়েছে বলে দাবি একাংশের। এই গানের গায়কের তালিকায় রয়েছেন রাহুল দত্ত (Rahul Dutta), তীর্থ ভট্টাচার্য (Tirtha Bhattacharya), পীযূষ দাস (Piyush Das), শালিনী ভট্টাচার্য (Shalini Bhattacharya) সহ অন্যান্যরা। জানা গিয়েছে, সিনেমার নানা গানের মধ্যে রাখা হয়েছে বিদ্রোহী কবির এই বিখ্যাত গান।AR Rahman,Pippa,Entertainment,Bollywood,Music

ঠিক কি কারনে এত বিতর্ক? জনপ্রিয় বাঙালি শিল্পী সহ নেটিজেনদের একাংশের মত, গানের সুর সম্পূর্ণ বদলে দেওয়া হয়েছে। পাশাপাশি, উচ্চারণ বাঙ্গালীদের মতো নয় এবং মূল গানের ছন্দ হারিয়ে গেছে বলেও অভিযোগ। নেটিজেনদের একাংশের দাবি, এই গানকে শুধু বিকৃত করা হয়নি, বাঙালির সংস্কৃতিকেও আঘাত করা হয়েছে। এছাড়াও তাদের বক্তব্য, কিংবদন্তি সুরকার কাজী নজরুল ইসলামের মতো একজন বিখ্যাত কবির অপমানও করেছেন। বহু বাঙ্গালী শিল্পী রহমানকে প্রকাশ্যে ক্ষমাও চাইতে বলেছেন এই গানের জন্যে। তবে রহমানের সমর্থনেও রয়েছে বহু নেটিজেন ও বাঙালি গায়ক।

উল্লেখ্য, শুক্রবার অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেয়েছে এই সিনেমাটি। ছবির গল্প ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ (Indo-Pak War) ঘিরে। ৪৫ ক্যাভালরি রেজিমেন্টের ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার (Balaram Singh Mehta) জীবনকে কেন্দ্র করে এই সিনেমা। সিনেমায় মুখ্য চরিত্র বলরাম সিং মেহেতার ভূমিকায় অভিনয় করেছেন ঈশান খাট্টার (Ishan Khattar)। রাধা মেহতার (Radha Mehta) ভূমিকায় অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur) এবং মেজর রাম মেহতার (Major Ram Mehta) ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াংশু পেনিউলি (Priyanshu Painyuli)।




Leave a Reply

Back to top button