সপরিবারের দীপাবলি উদযাপন করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ছোটবেলা থেকেই র‍্যাডক্লিফ রোডের বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরে দীপাবলি উদযাপন করতে যেতেন তিনি। এবারও একই কাজ করলেন তিনি।রবিবার সন্ধ্যায় তিনি তাঁর পরিবারকে নিয়ে আরতিতে যোগদান করলেন এবং পুজোও করলেন।

ইংল্যান্ড: কালীপুজো (Kali Puja) ও দীপাবলি (Diwali) শুরুর সপ্তাহখানেক আগে থেকেই বদলে যায় গোটা দেশের (India) পরিস্থিতি। প্যান্ডেল (Pandal) তৈরি করার কাজ থেকে শুরু করে ঘর সাজানোর (Home Decoration) কাজ, সবকিছুরই দৃশ্য উঠে আসে। আর শুরু হলেই, এক আলাদা সাজে সেজে ওঠে গোটা ভারতবর্ষ। দেখা যায় পাড়ায় পাড়ায় আলো (Light) থেকে শুরু করে শব্দবাজির (Sound Crackers) খেলা। বছরের এই একটি দিনে বাজির আওয়াজে থাকে না কারোর আপত্তি। সেলিব্রিটি (Celebrity) থেকে শুরু করে সাধারণ মানুষ (Common people), সবাই এই দিনটি উদযাপন করে নিজেদের মতো। সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম (Social Media Platform) থেকে শুরু করে টিভি চ্যানেলে (TV Channel) ধরা পড়ে সেই দৃশ্য। এবার ভাইরাল (Viral) হলো ব্রিটেনের প্রধানমন্ত্রী (British Prime Minister) ঋষি সুনাককে (Rishi Sunak) দীপাবলি উদযাপনের কিছু দৃশ্য।

ব্রিটেনের (Britain) সাউথ্যাম্পটনে (Southampton) পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করতে দেখা যায় সেই দেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই র‍্যাডক্লিফ রোডের (Radcliffe Road) বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরে (Vedic Society Hindu Temple) দীপাবলি উদযাপন করতে যেতেন তিনি। এবারও একই কাজ করলেন তিনি। রবিবার সন্ধ্যায় তিনি তাঁর পরিবারকে নিয়ে আরতিতে যোগদান করলেন এবং পুজোও করলেন।

India,Diwali,Festival,Britain

রবিবার মন্দিরে প্রধানমন্ত্রীকে দেখতে অজস্র লোক ভিড় জমান। তাঁর সমর্থকদের (Supporter) ভিড় দেখে তিনি অত্যন্ত খুশি হন। এই ভিড় সম্বন্ধে প্রধানমন্ত্রী জানান, “সাউথ্যাম্পটনে নিজের ঘরে ফিরতে পেরেছি। সত্যিই খুব ভালো লাগছে। এই অনুভূতিটা এমন যেটা বলে বোঝানোর মতো নয়। এই শহরের সঙ্গে জুড়ে রয়েছে বহু স্মৃতি। আমার ছোটবেলার একটা বড় অংশ এখানেই কেটেছে। এই শহরের সাথে রয়েছে আমার বহু আনন্দের মুহূর্ত।” এছাড়াও তিনি জানান, “এটাই সেই জায়গা যেখানে আমার পরিবার আমাকে অনেক কিছু শিখিয়েছে। পরিবার, পরিশ্রম, কাজ, শিক্ষা, মূল্যবোধ, সবকিছুই আমি এখান থেকে শিখেছি। আমি চারপাশ ঘুরে দেখলাম এখনও এখানকার লোকেরা একই। সবার মধ্যে একটি আলাদা মূল্যবোধ রয়েছে।”




Leave a Reply

Back to top button