সুদূর লন্ডনে শক্তি আরাধনায় মেতে উঠেছে প্রবাসী বাঙালিরা।

ক্ষুদেদের হাতে ঘন্টা প্রবাসে সাবেকী ছোঁয়ায় মা কালীর আরাধনায় মেতেছেন প্রবাসী বাঙালীরা

শুধু দেশে নয় সুদূর বিদেশেও নিষ্ঠাভরে চলছে মা কালীর আরাধনা।একেবারে পাড়ার আমেজে লন্ডনে হল কালীপুজো, আরাধনা করা হল মা কালীর। লন্ডনের হ্যাম্পস্টেড টাউন হলে কালীপুজোর আয়োজন করা হয়। লন্ডন দশেরা অ্যাসোসিয়েশনের তরফে সেই পুজোর আয়োজন করা হয়। বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরের পুজোয়।

kali puja,London,Diwali,Kali Puja 2023,Britain,কালীপুজো ২০২৩,লন্ডন,লন্ডনে কালীপুজো

একেবারে পাড়ার আমেজ ছিল প্রবাসী বাঙালিরা তাদের পরিবার নিয়ে যোগদান করে সেই পুজোয়। নেট পাড়ায় এখন  ভাইরাল সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ক্ষুদে প্রবাসী বাঙালিরা ঘন্টা বাঁজিয়ে পুজোয় ব্যস্ত। নিষ্ঠাভরে চলছে মা কালীর  আরাধনা। রয়েছে পেট পুজোর ব্যবস্থাও।

kali puja,London,Diwali,Kali Puja 2023,Britain,কালীপুজো ২০২৩,লন্ডন,লন্ডনে কালীপুজোসাবেকিআনার ছোঁয়া দেবী মূর্তিতে এবং সকলেই একেবারে বাঙালী সাজে শাড়ি, ধুতি-পাঞ্জাবি পড়ে মেতেছেন শক্তি আরাধনায়। ক্ষুদেরাও একবারে তাদের বাবা-মায়ের সাথে একনিষ্ঠে পূজোয় মেতেছে লন্ডনে। সত্যিই এই চিত্র আবারও প্রমাণ করে দেয় উৎসবের মরশুমে বিশ্বের যেই প্রান্তেই থাকুক না কেন উৎসবের মেজাজ তাদের মধ্যে চিরজীবিত।




Leave a Reply

Back to top button