চাঁদের হাট বসেছে ওয়াংখেড়েতে, সেমি ফাইনাল দেখতে হাজির এক ঝাঁক সেলেব

দক্ষিণ থেকে বলিউড সেমিফাইনালে ভারতকে সমর্থনে স্টেডিয়ামে হাজির সেলেবরা

সেমিফাইনালের ময়দানে চাঁদেরহাট বলিউড সেলেবদের।বিনোদন দুনিয়ার একাধিক সেলেবরা সব কাজ থেকে ছুটি নিয়ে ভারতের সমর্থনে পৌঁছে গিয়েছেন স্টেডিয়ামে। এদিন মাঠে মায়া নগরীর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত রয়েছেন রণবীর কাপুর থেকে শুরু করে শাহিদ কাপুর, জন আব্রাহামের মতো প্রথম সারিরসেলেবরাও। কিয়ারা আদভানি, সিদ্ধার্থ মালহোত্রারাও ভারতের সমর্থনে উপস্থিত রয়েছেন ওয়াংখেড়েতে।

Iccworldcup,Team India,semi final,Bollywood,South
মূলত, ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে হাইভোল্টেজ ভারত বনাম নিউজিল্যান্ডের সেমি ফাইনাল ম্যাচ। গোটা দেশবাসী কার্যত টিভির সামনে থেকে ওঠার নাম করছে না। ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে একেবারে টানটান ম্যাচের সাক্ষী হতে উপস্থিত রয়েছেন বলিউড থেকে দক্ষিণের এক ঝাঁক সেলেব।

এদিকে সারা যেন ফেরাচ্ছেন অনুষ্কা বিরাটের স্মৃতি। বিরাট কোহলি ৫০ ছুঁতেই উঠে দাঁড়িয়ে প্রতিবারের মতো হাততালি দিয়ে উঠলেন অনুষ্কা, গিলের হাফেও একই কাজ করেছেন সচিন কন্যে সারা তেন্ডুলকর। সব ক্যামেরায় যেন আজ খুঁজছে সারাকেই।দক্ষিণের রজনীকান্ত , ভেঙ্কটেশ। এদিকে মুকেশ আম্বানি, আকাশ আম্বানিও রয়েছেন মাঠে। সব মিলিয়ে সেমিফাইনালে ভারতীয় দল বাদেও আলো করে রইলেন বলি সেলেবরাও।




Leave a Reply

Back to top button