ম্যাচ শেষে ড্রেসিং রুমে শামির হাতে অশ্বিনের চুমু

ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পর শামির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁর ডান হাতে চুমু খান ভারতের স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন। এই ভিডিওটি ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের থেকে উঠে এসেছে কমেন্টের বন্যা।

মুম্বাই: এই বিশ্বকাপ যেন স্বপ্নের বিশ্বকাপ রোহিত শর্মাদের জন্য। এখনও অবধি সবকটি ম্যাচেই জিতেছে ভারত। ব্যাটিং হোক কি বোলিং হোক কি ফিল্ডিং, সব বিভাগেই শীর্ষে ভারত। একদিকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছে বিরাট, রোহিত ও শ্রেয়াসরা। অন্যদিকে বল হাতে বুমরাহ, শামি ও সিরাজ কোমর ভেঙে দিচ্ছে বিপক্ষ দলের ব্যাটিং লাইনআপের। বিশেষ করে এই বিশ্বকাপে নজর কাড়া পারফরম্যান্স করছেন মহম্মদ শামি। আপাতত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ‘উইকেট টেকার’ তিনিই। গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেট নিয়ে ছাপিয়ে গেছেন অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জ্যাম্পাকে। গতকাল ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পর শামির দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁর ডান হাতে চুমু খান ভারতের স্পিন তারকা রবিচন্দ্রন অশ্বিন। এই ভিডিওটি ভাইরাল হওয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের থেকে উঠে এসেছে কমেন্টের বন্যা।

জানা গেছে, ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন চাঙ্গো টার্লি নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে দেওয়া, “অশ্বিন কি বেঞ্চে বসে ঈশান কিশানের থেকে চুমু খাওয়া শিখেছে? মনে হচ্ছে ওই সামির সব প্রয়োজনীয়তা পূরণ করবে।” ভিডিওটিতে দেখা যাচ্ছে ম্যাচ শেষে ভারতীয় দল ড্রেসিং রুমে ফেরার পর স্পিন তারকা শামির হাতে চুমু খান। সামি বলেন, “আমি ওদের জবাব দিয়ে এসেছি।” জবাবে অশ্বিন শুধু একটি কথা বলেন। তিনি “ফানি বয়” বলে জবাব দিয়ে চলে যান। এরপর দেখা যায় সামি ব্যাটে সই করছেন। এই ভিডিওটি ভাইরাল হতেই বিভিন্ন ব্যবহারকারীদের থেকে আসতে শুরু করে হাস্যকর কমেন্ট।

Mohammad Shami,Ravichandran Ashwin,India,New Zealand,WC,ICC

উল্লেখ্য, বিশ্বকাপ ২০২৩এর প্রথম সেমিফাইনালে ভারত ৭০ রানে হারায় নিউজিল্যান্ডকে। প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে চার উইকেট হারিয়ে ৩৯৭ রান করে ভারত। শতরন করেন বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার বলেছেন এবং অর্ধশতরান করেন শুভমান গিল। জবাবে রান তাড়া করতে নেমে ৪৮.৫ ওভারে ৩২৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। কিউইদের হয়ে শতরান করেন মিডিল অর্ডার ব্যাটার ড্যারিল মিচেল। ভারতীয় বোলারদের মধ্যে ৭টি উইকেট নেন মহম্মদ সামি এবং তিনিই হন ম্যাচের সেরা।




Leave a Reply

Back to top button