Poush Mela 2023: শান্তিনিকেতনের মেলার মাঠেই ফের পৌষমেলা? উপাচার্য বদলিতেই বড় পদক্ষেপের ইঙ্গিত..

Poush Mela 2023: পরিবেশবিদ সুভাষ, শান্তিনিকেতন মেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে পৌষমেলা আয়োজনের জন্য ভারপ্রাপ্ত উপাচার্যকে চিঠি দিয়েছেন৷

বীরভূম: প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষে একটি বেসরকারি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। তিনি শান্তিনিকেতন ( Santiniketan ) ট্রাস্টের সচিব অনিল কোনারকে ঐতিহ্যবাহী পৌষ মেলা ( Poush Mela 2023 ) পরিচালনা করতে আর্জি জানান তিনি। উপরন্তু, সুভাষ দত্ত বিশ্বভারতী ( Visva-Bharati University ) কর্তৃপক্ষকে একটি চিঠি পাঠিয়েছেন যে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, জাতীয় পরিবেশ আদালত দ্বারা গঠিত একটি কমিটি, এবারের পৌষ মেলায় দূষণ প্রতিরোধে সাহায্য করবে।

পৌষ মেলা,পৌষমেলা 2023,Poush Mela 2023,Bolpur News,Poush Mela,Santiniketan,Santiniketan Poush Mela 2023,Application for Poush mela,Shantiniketan,Bolpur,Birbhum,bangla neews,bengali news,west bengal news,local news,district news,Kolkata news,Kolkata latest news,Kolkata news live,Kolkata news today,Today news Kolkata,Visva-Bharati,Santiniketan Trust,meeting,committee
“অবশেষে, বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরের হোক!” পরিবেশগত নিয়ম মেনে চলুক মেলা ( Poush Mela )। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ( Bolpur ) ফাউন্ডেশনে ১০,০০০ টাকা অনুদান দেওয়ার সময় পরিবেশকর্মী সুভাষ দত্ত একথা বলেন। সাংবাদিক সম্মেলনে সুভাষ দত্ত বলেন, “প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পরিবেশ আদালতের দোহাই দিয়ে বোলপুরের ঐতিহ্যবাহী পৌষ মেলা বন্ধ করে দিয়েছিলেন।” তবে পরিবেশবিদ সুভাষ দত্তের মতে, পরিবেশ রক্ষার পরিকাঠামো বিশ্বভারতীর নেই।




Leave a Reply

Back to top button