BJP TMC row- বিজেপি নেতাদের ডাকে সাড়া দিতে উপস্থিত কুনাল ঘোষ, বিতর্কে জড়ালেন তৃণমূল নেতা

শনিবার সন্ধ্যেবেলা উত্তর কলকাতায় সুকিয়া স্ট্রিটের বিজেপি-সাংসদ শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) পাড়ার পুজোয় উপস্থিত হন তৃণমূল নেতা কুনাল ঘোষ(Kunal Ghosh)। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে একটি ছবি। এই ছবিতে কুনাল ঘোষকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা দিতে দেখা যায় একদল বিজেপি নেতাকে।

সুকিয়া স্ট্রিটের চারের পল্লীর একটি নামকরা আবাসনে থাকেন শুভেন্দু অধিকারী। সেই পাড়ার জগদ্ধাত্রী পুজোতেই কাল বিজেপি নেতাদের মধ্যমণি হয়ে থাকতে দেখা গেল তৃণমূল নেতা কুনাল ঘোষকে। যদিও সেই সকল বিজেপি নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারীকে সেখানে উপস্থিত থাকতে দেখা যায়নি। অথচ এই কুণাল ঘোষই এর আগে বহুবার শুভেন্দু অধিকারীকে সরাসরি ‘গদ্দার’ বলে আক্রমণ করেছিলেন। আজ সেই ‘গদ্দার অধিকারী’র পাড়ার পুজোতে উপস্থিত কুণাল ঘোষকে নিয়ে জল্পনার শেষ নেই সোশ্যাল মিডিয়ায়।

বিজেপি- তৃণমূল সংঘর্ষ,জগদ্ধাত্রী পুজোর খবর,রাজনীতির খবর,রাজনীতির বাংলা খবর,BJP-Trinamool Conflict,Jagadhatri Pujo's News,Politics News,Bangla News of Politics

সুকিয়া স্ট্রিটের চারের পল্লীর জগদ্ধাত্রী পুজোর ক্লাবের প্রধান উদ্যোক্তা বিজেপির কলকাতা জেলার সহ-সভাপতি শৌনক মারিক উপস্থিত ছিলেন সেদিন কুনাল ঘোষের সঙ্গেই। এই ছবি শনিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্কের মুখে পড়েন কুনাল ঘোষ। বেশ কিছুদিন ধরেই রাজনীতিতে পালাবদলের সুর উঠেছে। মূলত বিজেপি-তৃণমূলের সংঘর্ষটাই তার মধ্যে বেশি মাত্রায় দেখা যাচ্ছে।

আরও পড়ুন….Chowmin Recipe- রবিবারের সন্ধ্যায় জমে যাবে খাওয়া, রইল বাড়িতে রেস্তোরার মত চাউমিন রেসিপি

এ বিষয়ে কুনাল ঘোষকে প্রশ্ন করলে তিনি জানান, “আমি এখনকার পুরোনো বাসিন্দা। ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন,তাই আমি এসেছি। পাড়ার পুজোর মধ্যে রাজনীতির কিছু নেই।” কিন্ত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে শিক্ষা থেকে চাকরি সব জায়গাতেই রাজনীতির অবাধ বিচরণ সেখানে এই বিষয়টিকে এত সহজভাবে নিতে নারাজ সমালোচকরা। নিজের পাড়াতে দাঁড়িয়েই কি ফের পালাবদল ঘটতে চলেছে কুনাল ঘোষের হাত ধরে, প্রশ্ন নেটিজেনদের। তবে তৃণমূল বা বিজেপির অন্য কোনো নেতাই এ ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেননি।




Back to top button