জেনারেল কামরায় ‘সিঁদুরদান’, ওয়াহ ওয়াহ নেটিজেনদের

একে অপরকে জড়িয়ে ধরল যুগল, মুহূর্তেই ছড়িয়ে পড়ল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় আরও নতুন কি কি দেখতে হবে? শেষমেশ ট্রেনের মধ্যে বিয়ে? তাও আবার জনাকয়েক লোকের মাঝেই? এও সম্ভব? আজ্ঞে হ্যাঁ! এখানে সবই সম্ভব। টুক করে সিঁদুর পরিয়ে দিলেই শেষ বিয়ে! এখন ডেস্টিনেশন ওয়েডিং তো বটেই, বিয়ে হচ্ছে ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই। এই ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে এই ভিডিওতে এক যুবককে দেখা যাচ্ছে তাঁর ভালোবাসার ‘স্বীকৃতি’ দিতে।

সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পরে, যেখানে দেখা যায় বাংলা থেকে ঝাড়খন্ডগামী ট্রেনেই বিয়ে সেরে ফেলছেন দুই যুবক যুবতী! এই ভিডিও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশ দ্রুত। শেয়ারও হয়েছে দেদার। ভাইরাল হতে সময় লাগেনি খুব একটা বেশি। শুধু তাই না, ভিডিওটি দেখে আবার অনেক আবেগপ্রবণও হয়ে পড়েন। আশেপাশে থাকা লোকজনদের অনেকে ভিডিও রেকর্ড করতে শুরু করেন। যুগলকে ভালোবাসায় আবদ্ধ হতে দেখে হাসি ছড়িয়ে পরে সকলের মুখে।

দেখা যায়, বাংলা থেকে ঝারখন্ড যাওয়ার একটি ট্রেনের জেনারেল কামরায় যুবক যুবতী দাঁড়িয়ে। আচমকা ছেলেটি মেয়েটিকে সিঁদুর পরিয়ে দেন। সেখানে মেয়েটি কিছু বলতে গিয়েও বলতে না পেরে যুবককে কাছে টেনে নেন। মঙ্গলসূত্রও পরিয়ে দেন। একে অপরকে জরিয়ে ধরেন। আর এতেই খুশিতে ফেটে পড়েন আশেপাশে থাকা যাত্রীরা। সকলেই ভিডিও রেকর্ড করা শুরু করেন। ভিডিওটি ছড়িয়ে যেতে সময় লাগেনি বেশিক্ষণ। সকলেই ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন।




Leave a Reply

Back to top button