সানাইয়ের সুর, ভাইপোর বিয়েতে পাহাড়ে যাচ্ছেন মমতা

বিয়ের সুর বাজল ব্যানার্জি বাড়িতে। ভাইপোর বিয়েতে এবার সোজা পাহাড় পারি দেবেন মুখ্যমন্ত্রী।

বিয়ের সুর বাজল ব্যানার্জি বাড়িতে। ভাইপোর বিয়েতে এবার সোজা পাহাড় পারি দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানা গিয়েছে, আসছে ৬ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন মুখ্যমন্ত্রীর আরেক ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। কলকাতার কালিঘাটের ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িরই বাসিন্দা মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ (Abesh Banerjee)। মুখ্যমন্ত্রীর ভাই তথা তৃণমূল নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের (Kartik Banerjee) একমাত্র সন্তান বিয়ে করতে চলেছেন পাহাড়ের কন্যাকে।

আবেশ পেশায় চিকিৎসক। তাঁর বিয়ে ঘিরে বন্দ্যোপাধ্যায় বাড়িতে যেন ছড়িয়ে খুশির আলো ও উৎসবের আবহ। সোমবার বিধানসভায় ভিনরাজ্যের ভোট নিয়ে মন্তব্যের মাঝেই পাহাড় সফরের কথা বলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাহাড় সফরের শিডিউল বের করা হয়ে গিয়েছিল।

মমতা ব্যানার্জি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি পাহাড়ে যাচ্ছি। আমি সাধারণত বাড়ির অনুষ্ঠানে খুব একটা থাকি না। অনেকে ভাবে পাহাড় আইসোলেটেড। আমার ভাইপো ডাক্তার, সে বিয়ে করছে কার্শিয়ংয়ে। সেখানে বরকর্তা ফিরহাদ হাকিম। এটাই সোনার বাংলা। পাহাড়ের সঙ্গে রক্তের সম্পর্ক গড়তে আমি যাচ্ছি।’

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ কলকাতার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেছেন। ব্যানার্জি পরিবার সূত্রে খবর, কলেজের ক্লাসমেট দীক্ষা ছেত্রীর (Diksha Chhetri) সঙ্গে সাত পাকে বাঁধা পরতে চলেছেন আবেশ। শহরে না, বিয়ে হতে চলেছে দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে। পাহাড়ি সৌন্দর্য্য ঘেরা এলাকায় আয়োজন হবে। পাত্রী দীক্ষা কার্শিয়াংয়ের বাসিন্দা। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যরা কার্শিয়াং যাবেন বলে জানা গিয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে কলকাতার ইকো পার্কে ঝাঁ চকচকে রিসেপশনের আয়োজন করা হবে। তবে উত্তরবঙ্গে যাওয়া শুধু বিয়ের জন্যেই নয়, বরণ প্রশাসনিক কাজ রয়েছে মুখ্যমন্ত্রীর। চলতি সপ্তাহে বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা দেওয়ার পাশাপাশি জলপাইগুড়ি জেলার বানারহাটে পাট্টা প্রদান কর্মসূচি রয়েছে।

৭ ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮টি জেলাকে নিয়ে ‘বিজনেস সামিট’ (Business Summit) এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। লোকসভা ভোটের আগে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।




Leave a Reply

Back to top button