দুর্গাপুর উৎসব শুরু হল এক লাখ প্রদীপ জ্বালীয়ে, দেখুন অনুষ্ঠানের সম্পূর্ণ তথ্য
শুরু হয়েছে দুর্গাপুর উৎসব, জমবে একঝাঁক তারকার আসর

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ঘিরে এই বছর আলাদাই একটি উন্মাদনা তৈরি হয়েছে। তা হল দুর্গাপুর উৎসব নিয়ে। শীতকাল মানেই মেলা, অনুষ্ঠান, চারিদিকে আলো, কনসার্ট ও দেদার হই হুল্লোড়। কোচবিহারের রাসমেলা, আলিপুরদুয়ারের ডুয়ার্স উৎসব ও দিকে দিকে বইমেলা, খাদ্যমেলার মাঝেই কিন্তু নিজের নাম তুলে ধরতে চেয়েছে দুর্গাপুর উৎসব (Durgapur Utsav 2023)। শহরটি এখন ধীরে ধীরে সেজে উঠছে সেই বিশেষ কয়েকটি দিনের জন্য। দুর্গাপুরের রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হবে এই উৎসব। দুসপ্তাহ ধরে চলবে এই হই হুল্লোড়ে ভরা ‘সেলিব্রিটি স্টাডেড'(Celebrity Studded) অনুষ্ঠান।

৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবটি (Durgapur Utsav 2023) চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। উৎসব শুরু হবে বেলা ৩টে থেকে চলবে রাত ১০টা অবধি। তবে মেলা শুরু হয়ে যাবে দুপুর দুটো থেকেই। মেলা, কবিতা সম্মেলন ও একঝাঁক তারকাদের নিয়ে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন থাকছে। প্রথমদিনেই অনুষ্ঠান করেন টলিউডের বিখ্যাত সঙ্গীতশিল্পী জিৎ গাঙ্গুলী (Jeet Ganguly)। ৪ ডিসেম্বর ছিলেন মৈনাকের দল। ৫ ডিসেম্বর যাত্রা আনন্দ নিকেতন। ৬ ডিসেম্বর থাকছেন অদিতি চক্রবর্তী (Aditi Chakraborty)। ৭ ডিসেম্বর থাকছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ৮ ডিসেম্বর পারফর্ম করবেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। ৯ ডিসেম্বর মঞ্চ কাঁপাবেন জোজো (Jojo)। ১০ ও ১১ ডিসেম্বর যথাক্রমে থাকবেন অদিতি মুন্সী (Aditi Munshi) ও মোনালি ঠাকুর (Monali Thakur)। ১২ ডিসেম্বর ও ১৩ ডিসেম্বর থাকছেন তরুণ গোস্বামী (Tarun Goswami) ও সুজয় ভৌমিক (Sujoy Bhowmick)। ১৪ ডিসেম্বর ও ১৫ ডিসেম্বর পৌষালী ব্যানার্জি (Poushali Banerjee) ও শুভশ্রী দেবনাথ (Subhashree Debnath) মঞ্চ কাঁপাবেন যথাক্রমে। অবশেষে ১৬ ডিসেম্বর থাকবেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) ও ১৭ ডিসেম্বর থাকবেন জলি মুখার্জি (Jolly Mukherjee)।

তবে তারাদের ভরা সন্ধায় এবারের বিশেষ আকর্ষণ ছিল সূচনার দিনেই। এক লক্ষ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরু হয়।

রাস্তায় আর্ট এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সেজে উঠেছে গোটা ময়দান। উদ্যোক্তারা এর মধ্যে একদিন কবি সম্মেলনেরও আয়োজন করেছেন, যেখানে কবিতাপাঠ ও কবিতাচর্চার সুযোগ থাকবে। এছাড়া মেলা তো রয়েছেই। সবমিলিয়ে দুর্গাপুর উৎসবকে নিয়ে এখন মেতে উঠেছে জেলার সকলে।
