সিনেমা ‘মেলায়’ একগুচ্ছ ‘রত্ন’, কোথায় দেখবেন?

29th Kolkata International Film Festival 2023 All Information: উৎসবে থাকছে 'ইন সার্চ অফ আইডেন্টিটি' এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ

চলছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কিফ (29th Kolkata International Film Festival)। ৫ থেকে ১২ ডিসেম্বর অবধি চলবে ‘সিনেমা মেলা’।

গ্ল্যামার জগতের একঝাঁক তারা কলকাতায়। সৌজন্যে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। কিফে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সলমন খান (Salman Khan) সোনাক্ষী সিন্‌হা (Sonakshi Sinha), মহেশ ভাট (Mahesh Bhatt), অনিল কপুর (Anil Kapoor), কমল হাসান (Kamaal Hasan) শত্রুঘ্ন সিন্‌হা (Shatrughn Sinha), সৌরভ গঙ্গোপাধ্যায়রা (Sourav Ganguly)। আজ সকালেই ‘সিটি অফ জয়’ (city of joy) কলকাতায় হাজির হয়েছেন ‘টাইগার’ সলমন।

২০২৩-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য আয়োজিত মাস্টারক্লাসে (Masterclass) অংশ নেবেন বলিউড অভিনেতা সৌরভ শুক্ল (Sourav Shukla), মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) এবং পরিচালক সুধীর মিশ্র (Sudhir Mishra)। এছাড়া পরিচালক অনুরাগ কাশ্যপ উৎসবে উপস্থিত থাকবেন তাঁর চর্চিত ছবি সানি লিওন (Sunny Leone) অভিনীত ‘কেনেডি’-র (Kennedy) প্রদর্শন উপলক্ষে।

২৩টি ভেন্যুতে প্রদর্শিত হবে ২১৯টি ছবি। প্রথমবার শহরের কিছু মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে দেশ- বিদেশের ছবিগুলি। নন্দন (১,২,৩), রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও), নজরুল তীর্থ (১, ২), রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নবীনা, নেতাজি ইনডোর স্টেডিয়াম, স্টার থিয়েটার, প্রাচী, মিনার, বিজলী, মেনকা, অশোকা, অজন্তা, মনি স্ক্যোয়ার (Mani Square), মেট্রো (Metro), কোয়েস্ট মল (Quest Mall), সাউথ সিটি মলের এবং নিউ এম্পায়ারে স্ক্রিনিং হবে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলি। তবে সিনেমা দেখার জন্য আগাম বুকিংয়ের প্রয়োজন পড়ে না। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ (First come first serve) বেসিসেই দেখানো হবে কালজয়ী সিনেমাগুলি।

৯ ডিসেম্বর ‘সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা’ দেওয়ার কথা লরেন্স কার্দিশের। উৎসবে থাকছে ‘ইন সার্চ অফ আইডেন্টিটি’ এবং পরিবেশ বিষয়ক ছবি নিয়ে দুটি বিশেষ বিভাগ। মৃণাল সেনকে নিয়ে ‘দ্য ম্যাভেরিক’ (The Maverick) এবং গগনেন্দ্র প্রদর্শনশালায় দেব আনন্দকে নিয়ে ‘এভারগ্রিন দেব আনন্দ’ (Evergreen DevAnand) শীর্ষক দুটি বিশেষ প্রদর্শনী চলছে। তালিকায় রয়েছে ‘ঘুমের’, ‘জার্সি’, ‘সাব্বাস মিঠু’। ৩৫ এমএম প্রোজেক্টারে ছবি দেখানো হচ্ছে রাধা স্টুডিওতে।




Leave a Reply

Back to top button