Sara Ali Khan- গাড়ি থামিয়ে ভক্তের ডাকা সাড়া, তাঁর ভালোবাসা দেখে মুগ্ধ নেট জনতা

সারা আলি খানের(Sara Ali Khan) এক ভিডিও এখন নেটদুনিয়ায় হু হু করে ছড়াচ্ছে। গন্তব্য স্থলে যাওয়ার পথে ভিড়ের মধ্য থেকে হঠাৎ-ই এক ভক্ত দিলেন ‘সামোসা পাও’। অজ্ঞাত পরিচয় সত্ত্বেও তাঁর হাত থেকে খাবার নিতে আপত্তি করেননি সারা আলি খান (Sara Ali Khan)। হাসিমুখেই দু’হাত পেতে গ্রহণ করেন কাগজের ঠোঙায় মোড়া পাও। ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া(Social Media) প্ল্যাটফর্মে(Platform) শেয়ার(Share) করার সাথে সাথেই চারদিক থেকে মন্তব্যের ঝড় ওঠে।

বলিউডে(Bollywood) এই অভিনেত্রী(Actress) একাধিক সুপারহিট(Superhit) ছবি করে ফেলেছেন। কিন্তু তার মধ্যে বিন্দুমাত্রও তারকাসুলভ হাবভাব নেই! বলিউডের ধ্বনি পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও সরলতা এবং সাধারণত্ব ভুলে যাননি সারা আলি খান। শুধু তাই নয়, এই প্রজন্মের ডাকসাইটে বলিউড অভিনেত্রীদের দলে নিজের নাম লিখিয়েছেন বেশ অল্প সময়ের মধ্যেই। সারা আলি খানের মিষ্টি স্বভাব সবসময়ই মুগ্ধ করে সবাইকে, এইবারও নিজের সরলতা দিয়েই মন কেড়েছেন তিনি।

ভিকি কৌশলের (Vicky Kaushal) সঙ্গে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে সারাকে। পরনে সাদা সালোয়ার। মুখে মাস্ক। খোলা চুল। গাড়িতে ওঠার সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন পাপ্পারাজি তথা সেখানকার উপস্থিত জনতারা। কিন্তু কোনরকম বিরক্ত বা ঘ্যাম দেখায়নি সারা । সারা তাঁর গাড়ির কাচ বন্ধ করে দেওয়ার পর, আচমকাই এক ভক্ত এসে কাগজে মোড়া ঠোঙায় ‘সামোসা পাও’ দিয়ে যান। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে সেই খাবার দু হাত পেতে নেন অভিনেত্রী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই এখন ভাইরাল নেটদুনিয়ায়। অভিনেত্রীর এমন আচরণই নেটিজেনদের মনমুগ্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন……Birsa Munda- পাখির চোখ আদিবাসী ভোটব্যাঙ্ক, মধ্যপ্রদেশ নির্বাচনে ঠিক কোন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে পদ্ম শিবির

সেই ভিডিও দেখে তার আচরণের প্রশংসা করে অনুরাগীরা বলছেন, “অমৃতা সিং সন্তানকে কী দারুণ মানুষ করেছেন।” আবার কেউ বলছেন, “বলিউড স্টারদের এরকম আচরণ সচরাচর দেখা যায় না।” নেটিজেনরা সারার নম্র স্বভাবের জন্য শুধু প্রশংসাই করেননি, তার মায়েরও প্রশংসা করেছেন। অমৃতা সিং তার অধিকার উত্থাপনের জন্য।  এক ভক্ত লিখেছেন, ‘সারা সবচেয়ে বিনয়ী একজন বলিউড তারকা বাচ্চাদের  তিনি সবসময় তার ভক্তদের এত ভালবাসা দিয়ে শুভেচ্ছা জানান।  যদিও তিনি এখনও একটি বড় বলিউড ব্লকবাস্টার করেননি, তবুও তিনি অবশ্যই এই অঙ্গভঙ্গিগুলির মাধ্যমে অনেকের হৃদয় জয় করেছেন।




Back to top button