BIG BREAKING : দু’মাসের মধ্যেই ১৫০০০ SSC শিক্ষক নিয়োগ রাজ্যে, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর
পুজোর আগেই ২৪ হাজার এবং পুজো মিটলে আরো ৭ হাজার শিক্ষক পদে নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Bandyopadhyay)। কিন্তু আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। অবশেষে মঙ্গলবার বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, আগামী দু’মাসের মধ্যেই এসএসসি(SSC)-তেই ১৫ হাজার সংখ্যক শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
মঙ্গলবার বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে শিক্ষক নিয়োগ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই প্রশ্নের উত্তরেই শিক্ষামন্ত্রী জানান, নানা আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছে রাজ্য সরকারকে। তবে খুব শীঘ্রই আইনি জটিলতা কাটিয়ে ফেলতে পারবে রাজ্য এবং আগামী দু’মাসের মধ্যেই নিয়োগ করা হবে প্রায় ১৫ হাজার সংখ্যক শিক্ষককে।
রাজ্যে বিভিন্ন জেলার স্কুলগুলিতে বিভিন্ন বিষয়ে পড়ানোর জন্য শিক্ষকের অভাব রয়েছে। সেই চিন্তা করেই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর থেকেই একের পর এক আইনি মামলায় সে নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের সমালোচনা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে শিক্ষা মন্ত্রী বলেন, কোনো একটি পরীক্ষায় বসলেই যে সমস্ত পরীক্ষার্থী চাকরি পাবে এমন তো হতে পারে না, পর্যাপ্ত মেরিটের ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার।
তবে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই এসএসসির মেরিট লিস্টে স্কোরহীন ফলপ্রকাশের জেরে, কখনো বা পরীক্ষার্থীদের স্বচ্ছ লিস্টের দাবিতে নানা বিপাকে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। একের পর এক মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সম্প্রতি একটি মামলার জেরে হাই কোর্টে হাজিরাও দিতে হয়েছে এসএসসির চেয়ারম্যান(Chairman) কে। একের পর এক মামলা দায়ের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এ বিষয়ে বামেদেরকে দোষারোপ করে তিনি বলেছিলেন, “কয়েকজনের মাতব্বরের কারনে থমকে নিয়োগ। রাজ্যে কর্মসংস্থান হোক, শিক্ষক নিয়োগ হোক তাঁরা চাননা।” এ বিষয়ে এসএসসি ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – কলকাতার মডেলকে ধর্ষণ হবু স্বামীর, গর্ভপাতের জন্য চাপ পরিবারের
এই জটিল পরিস্থিতির মধ্যে মঙ্গলবার অধিবেশনে ব্রাত্য বসুর ঘোষণা আশার আলো দেখিয়েছেন অনেক চাকরিপ্রার্থীকেই। একই দিনে কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রশ্ন তোলেন ব্রাত্য বসু কেন্দ্রীয় সরকারের সরাসরি সমালোচনা করে তিনি বলেন জাতীয় শিক্ষা নীতি নিয়ে কেন্দ্রের একতরফা ফতেয়া মানবেনা রাজ্য।