Weather Update- পারদ নামতে পারে নীচে, ফিরতে চলেছে শীতের আমেজ
শীত মানেই নানারকমে সবজি ও সেই মাধ্যমে তৈরি একাধিক মনে আনন্দ দেওয়া খাবার। আর শেষ পাতে অবশ্যই নলেন গুড়ের রসগোল্লা। বেশ বাঙালির তৃপ্তি এতেই, জীবনের স্বাদ এতেই! কিন্তু এই সব কিছু মিললেও রাজ্য জুড়ে যেন নেই সেই আগের মতো শীতের আমেজ। ভোরের দিকে খানিক ঠাণ্ডা লাগলেও মন ভরে না তাতে। এই পরিস্থিতি বেজায় উদাস বাঙালি তথা গোটা পশ্চিমবঙ্গবাসী।
এদিনের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, রাজ্যে ফের একবার ফিরতে চলেছে শীতের আমেজ। সকালের ভ্যাপসা গরম থেকে এবার খানিক মুক্তির পালা। আগামী ৪৮ ঘণ্টার পর রাজ্যে আবার ফিরতে চলেছে শীতের আমেজ। বাংলার আবহাওয়ায় তাপমাত্রায় হ্রাস দেখা যেতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। তবে এই পরিস্থিতি বৃষ্টির কোনো সম্ভবনা নেই। মা দুর্গার গমনের পর থেকেই রাজ্যে ঢুকে পড়ে খানিক শীতের হাওয়া। কিন্তু এই বছর পরিস্থিতি কিছুটা উল্টো। পরিবেশ ঠাণ্ডা হলেও স্থায়ী হল না বেশিদিন।
প্রসঙ্গত, আপাতত রাজ্যে শীতের তুলনায় গরমের প্রভাব বেশি। সকালের দিকে বেশ ইতস্তত আবহাওয়া। তবে মনের আকাশে কালো মেঘ সরে যাবে শীঘ্রই। আগামী ৪৮ ঘণ্টা পর রাজ্য জুড়ে ফের পড়বে শীতের আমেজ। সম্ভবনা নেই মন খারাপের বৃষ্টির। তাপমাত্রা নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি। তবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী, বাঁকুড়া, ঝাড়গ্রামে দেখা যেতে পারে হালকা বৃষ্টিপাত।