Weather Update – বৃষ্টি শেষে ফিরছে ঠান্ডা, বঙ্গে জাঁকিয়ে পড়বে শীত জানাল আবহাওয়া দফতর

নেহা চক্রবর্তী, কলকাতা – দীপাবলির (Deepawali) পর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা (temparature)। সকলেই ভেবেছিলেন এবার বুঝতে ঠান্ডা পড়ল বঙ্গে। নভেম্বরের (November) শুরুতে সেরকম কোনো লক্ষণ দেখা না গেলেও শেষের দিকে বেশ জাকিয়ে ঠান্ডা (winter) পড়বে বলে জানায় আবহাওয়া দপ্তর (weather department)। এদিকে শীত পড়ার আগেই আবার হটাৎ করে নিম্নচাপ ও বৃষ্টির জেরে বেড়ে গিয়েছিল তাপমাত্রা। যে কারণে মাঝে কিছুদিন উষ্ণতা আবারো বেড়ে গিয়েছিল।

তবে বৃষ্টি আপাতত বিদায় নিয়েছে বঙ্গ থেকে। আবারও তাপমাত্রা নিম্নমুখী হয়েছে তাপমাত্রা। ধীরে ধীরে কলকাতা সহ রাজ্যে নামছে তাপমাত্রা। যদিও আবহাওয়া দফতর মতে কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামী কিছু দিনের মধ্যেই আবারো ঠান্ডার অনুভূতি পেতে চলেছে রাজ্যবাসী। গত মঙ্গলবার থেকেই তাপমাত্রার নিম্ন অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি । যা গড়ে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি বলে ধরা হচ্ছে ।

Weather Update,Weather Today,West Bengal Weather Update,আবহাওয়ার খবর,আজকের আবহাওয়া,কলকাতার আবহাওয়া,শীতের খবর,আজকের সর্বোচ্চ তাপমাত্রা,সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা

সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু’টিই বৃদ্ধির জন্য এতদিন যাবৎ গরম অনুভূত হচ্ছিল। এছাড়াও বিগত দু তিনদিন ধরে উত্তরবঙ্গের (North Bengal) আলিপুরদুয়ার (Alipurduar), দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), কোচবিহারে (Cochbihar) বৃষ্টি হওয়ার আশঙ্কা বলে জানিয়েছেন হাওয়া দফতর। তারা আরও জানান মঙ্গলবার ও বুধবার ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হবে।ফলে এই অঞ্চলগুলোতে শনি ও রবিবার থেকে বৃষ্টির পর নামবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের রিপোর্ট (weather report) অনুযায়ী বুধবার থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় জাকিয়ে পড়বে শীত ,তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রির থেকেও নিচে নামতে পারে বলে মনে করা হচ্ছে ।

তাই বলা চলে উত্তরে হাওয়ার সাথে সকলের প্রতীক্ষিত “মাঘের শীত” পড়তে আর বেশি দেরি নেই। আর আগামীকালের আবহাওয়ার খবর বলতে গেলে যেমনটা জানা যাচ্ছে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রির আশেপাশেই ঘোরাঘুরি করবে। তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি পর্যন্ত যেতে পারে। সকালের দিকে পরিষ্কার আকাশ ও রোদ দেখা যেতেই পারে। আর রাতের দিকে হালকা মেঘ থাকলেও থাকতে পারে




Back to top button