Akshay Kumar- পারিশ্রমিক দেখেই চক্ষু চড়ক গাছ, জেনে নিন অক্ষয় কুমারের দেহরক্ষীর বেতন

নেহা চক্রবর্তী, কলকাতা- অভিনেতা অভিনেত্রীদের জীবন বহুগুণে আলাদা তার প্রমাণ পাওয়া যায় সর্বদাই। অভিনেতা ও সাধারণের মধ্যে এক বড় অস্পষ্ট দেওয়ালের সৃষ্টি হয়েছে সিনেমা যুগের প্রথম থেকেই । অভিনেতাদের জীবন লাইম লাইটে থাকলেও তাদের স্বাভাবিক যাপন, ওঠাবসা, চলাফেরা কোনোটাই সম্ভব হয়না ‘ বডিগার্ড’ছাড়া। সর্বদাই বডিগার্ড দেখতে পাওয়া যায় তারকাদের সাথে , সেটা এয়ারপোর্ট থেকে ঘরোয়া অনুষ্ঠান হোক বা শুটিং এর সেট থেকে নিজের ব্যক্তিগত কোনো কাজের জায়গা। এককথায় বলা চলে বডিগার্ড ছাড়া তারকাদের কোথাও এক পা যাওয়া অচল।
হলিউড , টলিউড ও বলিউড প্রায় সকল অভিনেতারাই নিজস্ব বডিগার্ড রাখেন তাঁদের সুরক্ষার জন্য। অনেক তারকারা বডিগার্ড না রাখলেও একটা সময় পর রাখা আবশ্যিক হয়ে পড়ে। তারকাদের বডিগার্ড রাখার একাধিক কারণ হিসাবে থাকে ভক্তকুলের অতিরিক্ত ভিড় অথবা নানা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি। ফলত তারকাদের বাড়ির বাইরে পা রাখার সঙ্গেই বডিগার্ড- দের সজাগ হয়ে যেতে হয়। তারা খেয়াল রাখেন অযথা কেউ যেন তারকাদের কাছে না আসতে পারেন। প্রতি মুহূর্তে সুরক্ষা প্রদানের ভার থাকে বডিগার্ডের উপর সুতরাং তারকাদেরও কর্তব্য হয়ে পড়ে সুরক্ষাদাতাদের সুযোগ সুবিধার খেয়াল রাখা।
অতি কড়া নিরাপত্তার সাথে বডিগার্ডরা তারকাদের সুরক্ষা দেন। আর এই নিজের ব্যাক্তিগত বডিগার্ড রাখার তালিকায় আছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারও। তার বডিগার্ড শ্রেয়াস সবসময় অক্ষয় কুমারকে আগলে রাখেন। এমনকি তার ছেলেকেও সে কাছ ছাড়া করেন না। অক্ষয়ের মতে বডিগার্ডদের খেয়াল রাখা অত্যন্ত প্রয়োজনীয়। তারা যেমন তারকাদের সুরক্ষা দিয়ে চলেছে রাত ভোর ,ঠিক সেরকমই তাদের পাশে থাকাটা প্রয়োজন বলে মনে করেন জনপ্রিয় অভিনেতা।
উল্লেখ্য, বডিগার্ডের মাস শেষে প্রাপ্য অর্থতে তাই কোনপ্রকার হাত টান করেন না অক্ষয় কুমার। নিজের পাওয়া মাইনের এক অংশ তিনি দিয়ে দেন শ্রেয়াসের হাতে। দিলদরিয়া এই জনপ্রিয় অভিনেতা নিজের বডিগার্ড শ্রেয়াসকে মাইনে দেন এক কোটি কুড়ি লক্ষ টাকা। টাকার অংক দেখে অবাক অক্কির ফ্যান মহল। বলিউডে কেউ তার বডিগার্ডকে এতো টাকা দেয় কিনা সে নিয়েও ভাবছেন সবাই।
আরও পড়ুন……Ace Choreographer- তাঁর মৃত্যুতে শূন্যতা সিনেমার জগতে, শোকাহত বিশিষ্ট তারকা থেকে নিচতলার কর্মী
পাশাপাশি, অক্ষয় কুমারকে তাঁর বডিগার্ডের মাইনে নিয়ে প্রশ্ন করায় তিনি জানান, সেলেবদের প্রতি বডিগার্ডের থাকে অতি গুরু দায়িত্ব। সবচেয়ে প্রধান দায়িত্ব থাকে ভরসা ও বিশ্বাস। সেলেবদের ব্যক্তিগত বিষয় নিয়ে গোপনীয়তা বজায় রাখা , তাদের প্রতিনিয়ত সুরক্ষা প্রদান সব কিছুই করেন বডিগার্ডরা। এই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে শ্রেয়াস তাই তার প্রাপ্য হিসাবে পুরষ্কার দেওয়া উচিত বলে মনে করেন অক্ষয় কুমার। এছাড়াও শ্রেয়াসের জীবনের প্রতি পদে তার ও তার পরিবারের খোজ খবর নিয়মমাফিক নিতেও ভোলেন না সকলের প্রিয় মুখ অক্কি ওরফে অক্ষয় কুমার।