Covid Updates – করোনার নতুন রূপ ওমিক্রন বাড়াচ্ছে আতঙ্ক, লাফিয়ে বাড়ল বিগত ২৪ ঘন্টায় সংক্রমণ

কোভিডের (Covid) থাবা এখনও শিথিল হয়নি। নতুন কোভিড ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) প্রাদুর্ভাব ঘটেছে দেশে। এরই মধ্যে যদিও এখনও পরীক্ষাগারে (Laboratory) নানারকম টেস্ট করে নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টকে (Omicron Variant) বোঝার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা (Scientists)। করোনার নতুন ভাবে ফিরে আসা নিয়ে আতঙ্ক চারপাশে। এই অবস্থায় গত ২৪ঘণ্টায় রাজ্যে ফের বাড়ল সংক্রমনের (Infection) হার। একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৭০৫ জন। ওমিক্রন আতঙ্কের সাথেই এই পরিস্থিতিতে সরকার নাইট কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে দিলো আরও ১৫দিন।

২০২১-র শুরুতে করোনার প্রকোপ খানিকটা কমলেও এপ্রিল ও মে মাস নাগাদ সংক্রমণ বেড়ে গিয়েছিল অতিরিক্ত। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সমস্ত গণপরিবহন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। বাজার ও বিভিন্ন দোকান খোলা ও বন্ধের সময় বেঁধে দেওয়া হয়েছিলো সরকারের পক্ষ থেকে। পরে সংক্রমনের হার কমলে ধাপে ধাপে তুলে নেওয়া হয় সমস্ত বিধিনিষেধ। ফলে গণপরিবনসহ বাজার,দোকান সবই খুলে দেওয়া হয় অবাধ ভাবেই। স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। চলছে লোকাল ট্রেনও।

কোভিডের খবর,করোনার খবর,কলকাতায় করোনার খবর,পশ্চিমবঙ্গে করোনার খবর,দৈনিক করোনা সংক্রমণ,কলকাতায় দৈনিক করোনা সংক্রমণ,উত্তর ২৪ পরগণায় দৈনিক করোনা সংক্রমণ,মুখ্যমন্ত্রী কি বললেন করোনা নিয়ে,করোনার জন্য নাইট কারফিউ,ওমিক্রন কি,ওমিক্রনে আক্রান্ত কতজন,ওমিক্রনের উৎপত্তি,বাংলা খবর,Covid's News,Corona News,Corona News in Kolkata,Corona News in West Bengal,Daily Corona update,Daily Corona update in Kolkata,Daily Corona update in North 24 Parganas,What the Chief Minister said about Corona,Night Curfew for Corona,What is Omicron,Bengali News

৩১শে নভেম্বর অবধি রাজ্যে রাত্রিকালীন নিষেধাজ্ঞা জারি ছিলো। রাজ্যে ভ্যারিয়েন্ট ওমিক্রন ও সংক্রমণ বাড়ার জন্য কারফিউ বাড়ানো হলো আরও ১৫দিন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ১৬,১৬, ০৮৩। একদিনে কলকাতায় করোনা আক্রান্ত ১৯২ জন। দৈনিক আক্রান্তের ভিত্তিতে প্রথমে এই জেলা। এরপর দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা। সেখানে একদিনে আক্রান্তের সংখ্যা ১৩৭জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে আক্রান্ত একদিনে ৬৪জন। চতুর্থ স্থানে হাওড়া। নতুন করে সেখানে আক্রান্ত ৫৫ জন।

অর্থাৎ গত একদিনে প্রতি জেলায় নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তির হদিশ মিলেছে। প্রতি জায়গায় গত একদিনে আরও বেড়েছে দৈনিক সংক্রমণ। পাশাপাশি ২৪ঘণ্টায় করোনায় প্রাণ কেড়েছে ১৩জনের। দৈনিক মৃত্যুর হারে প্রথম স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে মৃত ৪ জন। যার জন্য সেখানকার বাসিন্দারা দুশ্চিন্তা ও আতঙ্কে রয়েছেন। রাজ্যে এখনও অবধি মোট মৃতের সংখ্যা ১৯,৪৮৬ জন। গত একদিনে করোনাকে হারিয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬৯৪ জন। ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ১.৯৩ শতাংশ। রাজ্যে বর্তমানে সেফ হোম ২০০ টি। রাজ্যে মোট করোনাকে পরাস্ত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫,৮৮, ৮৬৬ জন। WB Corona Updates 1st December 2021




Back to top button