JAWAD CYCLONE – ফুঁসছে মুড়িগঙ্গা, ‘জাওয়াদ’-র গ্রাসে ডুবল পণ্যবাহী নৌকা
শক্তি হারিয়েছে ‘জাওয়াদ’। পরিণত হয়েছে নিম্নচাপে। আবহাওয়ার দপ্তর সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রবিবার দুপুরের মধ্যেই নিম্নচাপ হিসাবে ‘জাওয়াদ’ ঢুকতে চলেছে পুরীতে এবং এরপর বাংলায়। পশ্চিমবঙ্গে ‘জাওয়াদ’-এর প্রভাব নিম্নচাপ হিসাবে তুলনামূলক দুর্বল হলেও রবিবার দুপুর থেকেই মাঝারি থেকে সময় বাড়ার হাতে সাথে ধীরে ধীরে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে।
মূলত ভারী বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় এলাকাগুলিতে। তবে পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিভাগ। রবিবারের পাশাপাশি সোমবারেও সারা দিনই মেঘলা থাকবে আকাশ। মঙ্গলবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে। ইতিমধ্যেই সমুদ্র উপকূলে ভারী ঝোড়ো হাওয়া বইতেও শুরু হয়ে গিয়েছে।
রবিবার সকালে মৌসুনী দ্বীপে চিনাই নদীর বাঁধের একাংশ জলের তোড়ে ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ অঞ্চল। অন্যদিকে, সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের পাশাপাশি যেতে বারণ করা হয়েছিল পণ্যবাহী নৌকাগুলিকেও। কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে আজ সকালেই ডুবে যায় একটি পণ্যবাহী নৌকা। জলপথে চলাচল বন্ধ হলেও দুর্যোগের জেরে কচুবেরিয়া ঘাটের কাছে নদীর পাড়ে নোঙর করে রাখা হয়েছিল ঐ পণ্যবাহী নৌকাটিকে। সেই নৌকা ডুবে যাওয়াতে আতঙ্ক ছড়াল এলাকায়। তবে নৌকাতে কেউ ছিল না বলেই প্রাথমিক সূত্রে খবর। কি করে নৌকাডুবি হল তা খতিয়ে দেখছে প্রশাসন, তবে ‘জাওয়াদ’ -এর জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- না খেলেও চলবে, কিন্তু সেক্স চাই! পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করতেই স্পষ্ট জবাব অভিনেত্রীর
ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ -এর আশঙ্কা কমে এলেও নিম্নচাপ ‘জাওয়াদ’ -এর প্রভাব নিয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করে চলেছে এনডিআরএফ পুলিশ। ইতিমধ্যেই নীচু এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বাঁধগুলির ওপর চালানো হচ্ছে বিশেষ নজরদারি। পশ্চিমবঙ্গের বিভিন্ন গাঙ্গেয় উপকূলের গ্রামগুলিতে মাইক নিয়ে সতর্কতা প্রচার চালাচ্ছে পুলিশ।