Friendship – বন্ধুর দেওয়া উপহারেই রাতারাতি কোটিপতি হলেন এই ব্যক্তি

ভালো বন্ধু পাওয়া সবসময়ই সৌভাগ্যের ব্যাপার। অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন খারাপ বন্ধু যেমন একটি জীবন নষ্ট করতে পারে, তেমনই জীবনে সঠিক বন্ধু পেলে ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে যে কোনো মুহূর্তেই। সম্প্রতি এমনই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভীষণরকম ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যায়, হার্ট সার্জারি (Heart Surgery) থেকে সুস্থ হওয়া এক বন্ধুকে এমনই একটি ‘গেট ওয়েল কার্ড’ (Get Well Card) উপহার দিয়েছেন অন্য এক বন্ধু, যেখানে বদলে গেছে ঐ উপহার পাওয়া বন্ধুর ভাগ্য।
চলতি মাসের শুরুতে, আলেকজান্ডার ম্যাকলেশ (Alexandar Macklesh) তার একটি বন্ধুর কাছ থেকে তার হার্ট সার্জারির (Heart Surgery) সময় একটি গেট-ওয়েল কার্ড হিসাবে তিনটি লটারির টিকিট (Lottery Ticket) উপহার হিসাবে পেয়েছিলেন৷ পরবর্তীতে তিনি যখন লটারির টিকিটটি স্ক্র্যাচ (Scratch) করেন, তখন একটি টিকিটের নম্বর মিলে যায় লাকি ড্রয়ের নম্বরের (Lucky Draw Number) সঙ্গে। লাকি ড্রয়ের মাধ্যমে, ম্যাকলেশ ১ মিলিয়ন ডলার (অর্থাৎ ভারতীয় মুদ্রা অনুযায়ী ৭ কোটি ৫০ লাখ টাকা)-র মালিক। লটারিতে তিনি জিতেছেন দ্বিতীয় পুরস্কার (Second Prize)। প্রথম বিজয়ী জিতেছেন ৫ মিলিয়ন ডলার (5 million dollar) পুরস্কার।
শোনা যায়, হৃৎপিন্ডের অস্ত্রোপচারের (Surgery) জন্য গত মাসেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন আলেকজান্ডার ম্যাকলেশ। তার অস্ত্রোপচারের পর তাকে হাসপাতালে দেখতে আসেন আলেকজান্ডারের কয়েকজন বন্ধু। ঐ সময়েই তার এক বন্ধু আলেকজান্ডারের দ্রুত সুস্থতার শুভেচ্ছা (Get Well Wish) কামনা করে উপহার হিসাবে দিয়েছিলেন তিনটি লটারির টিকিট, যেই টিকিটের নাম্বার মিলে যেতেই রাতারাতি আলেকজান্ডারের ভাগ্য বদলে গেলো তার বন্ধুর হাত ধরেই। ম্যাকলেশ খুশিতে আপ্লুত, অবাক সেই উপহার দেওয়া বন্ধুটিও।
আরও পড়ুন….Maitri Diwas- দিল্লি-ঢাকা ছাড়াও বিশ্বের আরও ১৮ টি দেশে পালন করা হবে ভারত-বাংলাদেশের মৈত্রী দিবস
যদিওবা এর আগেও সংবাদমাধ্যমে উঠে এসেছে এরকমই অনেক মনে রাখার মতন বন্ধুত্বের গল্প। যাতে বন্ধুর ছোঁয়াতেই ভাগ্য উজ্জ্বল হয়েছে অন্য এক বন্ধুর। কিছু সময় আগে শোনা গেছিলো, জন্মদিনে এক বন্ধুর দেওয়া উপহার একটি লটারির টিকিটে এক হাজার ডলার জিতেছিলেন অন্য এক বন্ধু।