Boat Sank: প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল, ১০ যাত্রী নিয়ে ফের নদীতে ওল্টালো নৌকা

জাওয়াদের(Jawad) থাবা ইতিমধ্যেই বেশ কাবু করেছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। সোমবারও বৃষ্টি কমে যাওয়ার কোনো চিহ্ন নেই। দীর্ঘদিন তিনদিন ধরে ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইছে বেশ কিছু অঞ্চলে। রবিবার ভারী বৃষ্টি হয়েছে বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া ও মালদহে। পাশাপাশি প্রশাসনের(administration) তৎপরতায় ইতিমধ্যেই সকল উপকূলবাসীকে সরিয়ে আনা হয়েছে সুরক্ষিত জায়গায়। তিনদিন ধরে নদীতে মাঝিদের নৌকা চালাচ্ছে না। এত সাবধানতার মধ্যেও ঘটল অঘটন। এই দুর্যোগের মধ্যে নৌকা উল্টে(Boat Sank) পড়ে গেলেন ১০যাত্রী বেতনী নদীতে। কিন্তু এত দুর্যোগের মধ্যেও তারা নদীতে কি করছিলেন!
বিশেষ সূত্রে জানা গেছে সোমবার একটি নৌকা বসিরহাট মহকুমার ন্যাজাট থানার বেতনী নদীর উপর দিয়ে কালিনগর ঘাটের দিকে যাচ্ছিল। সেই নৌকায় বোঝাই ছিলো লোহার রড সহ বাড়ি তৈরীর অন্যান্য সরঞ্জাম। নৌকাতে ছিল ছয়জন মজুর সহ রপ্তানি কারক ও পণ্যের মালিক। নদীতে জোয়ার চলাকালীন নৌকাটি গন্তব্যস্থলে যাচ্ছিল। তখনই হঠাৎ অতিরিক্ত জোয়ারের তেজ বাড়ে এবং ঢেউয়ের ধাক্কায় নৌকাটি কাত হয়ে যায়। এবং নৌকাতে উপস্থিত ১০জন সহ লোহার রড ও সরঞ্জাম সবকিছুই পড়ে যায় নদীতে।আশেপাশে নদীঘাট সংলগ্ন এলাকায় উপস্থিত স্থানীয় মাঝি ও মল্লারের চোখে পড়ে এই দৃশ্য। তারা তৎক্ষণাৎ ওখানকার গ্রামের বাসিন্দাদের খবর দেয়। তারপর সকলের সাহায্যে ওই ৭জনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর্ব শেষে দেখা যায় সকলেরই অবস্থা আশঙ্কাজনক। তাই উদ্ধারকারীরা তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনঃCyclone Jawad- মুখ ভার আকাশের, অবিরাম বৃষ্টির জেরে ভুগছে রাজ্যবাসী
এই ঘটনার ইতিমধ্যেই তদন্তে নেমেছে ন্যাজাট থানার পুলিশ। কারণ জাওয়াদ দুর্যোগের তিনদিন প্রশাসনের তরফ থেকে নির্দেশ ছিলো সমস্ত ফেরিঘাট বন্ধ রাখার। সাথে নৌকা চলাচল পুরোপুরি ভাবে বন্ধের ও। তবু কিভাবে ঘটল এই দুর্ঘটনা। তাহলে প্রশাসনের দাবি অমান্য কেনো করা হলো। এবং সাথে পুলিশের নজরদারির গাফিলতা নিয়েও উঠেছে প্রশ্ন। বসিরহাট থানার জেলাপুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন,”সন্দেশখালি নেজাট ১ নম্বর ব্লকের কালিনগর কাছে বেতনী নদীতে একটি পণ্যবাহী নৌকা জোয়ারের ঢেউ তে ডুবে যায়। নৌকায় মাঝি সহ প্রায় ১০ জন নদীতে পড়ে যায়। তারপর নদী সাঁতরে কোনরকমে রক্ষা পায় নৌকার যাত্রীরা। এখনো কোনো নিখোঁজের নেই। অতিরিক্ত পণ্য বোঝাই করার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।”ইতিমধ্যেই ন্যাজাট পুলিশ আগামী ২৪ ঘণ্টা নদীতে জোয়ারের সময় সমস্ত নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে এই সতর্কতার নির্দেশ মাইকিং প্রচার চলছে।