Gold Rate: অনেকটাই বৃদ্ধি পেলো সোনার দাম, আপনার শহরে কত দাম জেনে নিন

প্রতিদিন নিত্য দরকারি জিনিসপত্রর দাম বেড়েই চলেছে। সাথে বাড়ছে পেট্রোল,ডিজেল,পেট্রোলের দাম। ‘আগুন’ দরের কাছেই অনেকে হাত পুড়িয়ে জিনিসপত্র কিনে চলেছেন প্রতিদিনই। দামের সাথে মানুষের চাহিদাও বেড়ে চলেছে ক্রমশই। যেমন ধরা যাক সোনার দাম। গত মাসে এই মূল্য খানিক নিচে নামলেও ডিসেম্বরের প্রায় অর্ধেক মাস অতিক্রম হতে চললো কিন্তু তার আকাশছোঁয়া দাম বেড়ে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা শহরে সোনার দাম প্রায় অনেকটাই বেড়েছে। মধ্যবিত্ত ঘরে ‘অসময়ের’ সম্বল হিসাবে সোনা মজুত করা থাকে। কিন্তু এই দামের গুঁতোয় বর্তমানে অনেকেই সোনা কেনার থেকে বিরত আছেন।আসুন জেনে নেওয়া যাক কোথায় কতো বাড়লো দাম।

সোনার মূল্য,সোনার মূল্য হ্রাস,সোনার মূল্য বৃদ্ধি,সোনার ক্যারেট,সোনার গ্রাম,প্রতি গ্রামে সোনার মূল্য,প্রতি ক্যারেটে সোনার মূল্য,আজকে সোনার মূল্য,Gold price,gold price decline,gold price increase,gold carat,gold gram,gold price per gram,gold price per carat,gold price today

আজকে কলকাতা(Kolkata) শহরে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য(22 Carat Gold price) ৪,৭২৫ টাকা এবং ১০ গ্রামের(10 Gram) মূল্য ৪৭,২৫০ টাকা। গতকালও যার মূল্য এর থেকে কম ছিল। এবং কোলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট(24 Carat Gold Price) সোনার মূল্য ৪,৯৯৫ টাকা এবং ১০ গ্রামের মূল্য ৪৯,৯৫০ টাকা। গতকালের তুলনায় এই দাম অনেকটা বেশী। প্রসঙ্গত, যদি চলতি বছরের ডিসেম্বর মাসের শুরু সোনার দামে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ২রা ডিসেম্বরে ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৪৬,৯০০ এবং বর্তমানে সেই মূল্য ৪৭,২৫০ অর্থাৎ ১৪০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম।
উল্লেখ্য ডিসেম্বরের শুরুতে অর্থাৎ ২রা ডিসেম্বরে ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৪৯,৬০০ টাকা এবং বর্তমানে তা ৪৯,৯৫০ টাকা অর্থাৎ ১৪০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। নভেম্বরের শেষে দাম কমলেও বিগত কয়েকদিনের মধ্যে ফের বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) ডিসেম্বরের শুরুতে যে মূল্য ছিলো বর্তমানে সেই মূল্য বেড়েছে ১৪০টাকা। এদিন সোনার দাম ছিল ৪৭,২৫০। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৪৯,৬০০। আজ সেটার দাম ৪৯,৯৫০ এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দাম বেড়েই চলেছে। বর্তমানে যার দাম হয়েছে ৪৯,৯৫০।
সুতরাং বলা চলে




Back to top button