Weather Update – বঙ্গে জাঁকিয়ে বসেছে ঠান্ডা, আগামী কয়েকদিনের পরিস্থিতি জানিয়ে দিল আবহাওয়া দফতর

ডিসেম্বরের শুরুতেই বঙ্গে শীত (winter) শুরু হয়ে যাবার কথা। যদিও সেটা হয়নি, কারণ পশ্চিমি ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হয়েছে উত্তরের হাওয়া (Northern Wind)। সেই কারণেই এবারে বাংলায় শীত একটু দেরিতেই প্রবেশ করছে। তবে দেরিতে হলেও জাকিয়ে পড়েছে ঠান্ডা। গতকাল অর্থাৎ মঙ্গলবার ছিল কলকাতায় এবছরের শীতলতম দিন। তবে এতো সবে শুরু, ঠান্ডা এখনও বাকি আছে! যেমনটা জানা যাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আটকে থাকা উত্তরে হাওয়া ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করেছে। তাই এবার তাপমাত্রাও নামবে হু হু করে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাস (Weather Update) জানাচ্ছে আবহাওয়া দফতর (Weather Department)।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকারটা সঞ্জীব বন্ধোপাধ্যায় আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে জানান দিয়েছেন ইতিমধ্যেই। তাঁর মতে, ‘আগামী কিছুদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে। ঠান্ডা আর শুষ্ক হওয়ার পাশাপাশি উত্তরে হওয়া বইবে। তবে কলকাতার তাপমাত্রা খানিক বেশি হলেও বাকি জেলার তাপমাত্রা আরও কিছুটা কম থাকার সম্ভাবনাই বেশি’। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক  আজকের আবহাওয়ার পূর্বাভাসঃ

Weather Upadate,Weather Update 15th December,Kolkata Weather Update 15th December,আবহাওয়ার খবর,কলকাতার আবহাওয়া,আজকের আবহাওয়া,আজকের আবহাওয়ার খবর,কলকাতার আবহাওয়ার খবর,আজকের কলকাতার আবহাওয়া

আজ অর্থাৎ ১৫ই ডিসেম্বর কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালে ও রাতের দিকে কুয়াশার জেরে আকাশ আবছা থাকার সম্ভাবনা থাকছেই। রাতের দিকে তাপমাত্রা আরও কিছুটা নামলেও নামতে পারে।

কলকাতার পর উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার সম্পর্কে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আকাশ পরিষ্কার থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ঘুরতে যাবার জন্য একেবারে আদর্শ সময় এসে গিয়েছে। ঠান্ডার আমেজের সাথে ছুটি কাটানোর জন্য  একেবারে উপযুক্ত সময় এই ডিসেম্বর মাস।

এরপর আসা যাক আগামী কালের আবহাওয়া প্রসঙ্গে। যেমনটা জানা যাচ্ছে আগামীকাল আজকের থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে ১ ডিগ্রি। অর্থাৎ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৬ ডিগ্রির আশেপাশে। তবে সকালে ও রাতের দিকে আকাশ আবছা বা কুয়াশাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে।




Back to top button