Intimate Facebook Live – ভুলবশত ঘনিষ্ট মুহূর্তে ফেসবুক লাইভ মহিলা! আপত্তিকর ভিডিও দেখল বাবাও

প্রত্যুষা সরকার, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়া (social media) সমাজের একটি গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। ছোট থেকে বড় সবাই কমবেশি নানা রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকেন। কোভিড (covid) পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া ছাড়া পৃথিবী অচল। অফিস (office)-এর কাজ থেকে শুরু করে ছোটদের পড়াশোনা, সবই এখন চলছে অনলাইন (online)-এর মাধ্যমে। ঘরে বসেই দেশ-বিদেশের খবরও সহজেই পাওয়া যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তবে, সোশ্যাল মিডিয়া যেমন উপকার করে। তেমনই আবার কখনো কখনো এই সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর (Terrible) হয়ে উঠতে পারে।

সোশ্যাল মিডিয়ায় ভুলবশত অনেকেই অনেক ভিডিও বা ফটো পোস্ট করে বিপদে পড়েছেন। আজকের খবরটিও কিছুটা সেইরকমই। ভুলবশত সোশ্যাল মিডিয়ায় এক গোপন ভিডিও পোস্ট হওয়ার লজ্জায় পড়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সেখানেই এক মহিলা তাঁর স্বামীর সাথে তাঁর কিছু অন্তরঙ্গ মুহূর্ত (Intimate Moments) রেকর্ড করতে গিয়ে এমন এক ঘটনা ঘটে যেটার ফলে তিনি লজ্জার সাথে সাথে বিব্রতবোধও করেন। ঘটনাটি কিছুটা এরকম, আমেরিকান ওই মহিলা তোর বেডরুমে তার স্বামীর সঙ্গে কাটানো কিছু অন্তরঙ্গ মুহূর্ত নিজের ফোনে রেকর্ড করছিলেন, তখন ভুলবশত তাঁর ফোনের ফেসবুক পেজ থেকে লাইভ (Facebook Live) শুরু হয়ে যায়। কিন্তু সেটি বুঝতে পারেননা ওই মহিলা।

লাইভ শুরু হওয়া মাত্রই ভিডিওটি দেখেন ৪৬ জন ব্যক্তি। ভিডিওটিতে ওই দৃশ্য দেখা মাত্রই হতবাক সকলে।পরে যখন ঐ মহিলা ঘটনাটি বুঝতে পারেন তখন তিনি একটু লজ্জায় পড়ে গেছিলেন। ‘নিউ ইয়র্ক পোস্ট’- এর একটি প্রতিবেদন থেকে জানা যায় মহিলাটি একজন টিকটক ইউজার। ঘটনাটি ঘটার পরই তিনি তার টিকটক আইডি @rroberson16 থেকে ওই ভিডিও সম্পর্কে আরেকটি ভিডিও শেয়ার করেন। যেটিতে তিনি জানান, কীভাবে ভুল হয়ে এমন হলো এবং কীভাবে তিনি এই বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। আমেরিকান ওই মহিলা বলেন, তিনি তার অন্তরঙ্গ মুহূর্ত গুলি ক্যামেরাবন্দি করবেন বলেই ফোনের রেকর্ডার অন করেছিলেন ফোনটা লক করে রোমান্স করতে শুরু করেন এবং তারপরই হঠাৎ এমন ফেসবুকলাইফ কখন শুরু হয়েছে সেটি সম্পর্কে কিছুই জানেন না তিনি।

আরও পড়ুনঃ বিবাহের ন্যূনতম বয়সসীমার বৃদ্ধি, ১৮ নয় ২১ হলেই সম্ভব বিবাহযোগ

তিনি আরো বলেন, যে ৪৬ জন ওই ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে একজন ছিলেন তার বাবা। বিষয়টি জানার পর এক সপ্তা তিনি লজ্জায় ঘরে বসে শুধুই কেঁদেছেন। টিক্তক এর ওই ভিডিওটি পোস্ট করার পর প্রায় দু লক্ষের বেশি বার দেখা হয়েছে ওই ভিডিও। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি নিয়ে নানান মন্তব্য করেছে অনেকে। কেউ এটিকে বাজে মন্তব্য করেছেন আবার কেউ এটি জানার পর তারা সতর্ক হয়েছেন বলে জানিয়েছেন।




Back to top button