KMC: নতুন রূপে, নতুন সাজে সেজে উঠতে চলেছে দিঘা, বরাদ্দ হল ১২৮ কোটি টাকা

ফের একবার সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠতে চলেছে দিঘা(Digha)। এর আগেও একাধিক প্রকল্প মাধ্যমে দিঘাকে(Digha) সাজিয়ে তুলেছেন তৃণমূল সুপ্রিমো(TMC)। এবার আবার এক নয়া উদ্যোগ নিয়ে মাঠে নামলেন মুখ্যমন্ত্রী(Chief Minister) মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)। পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। পরিদর্শন করে সিদ্ধান্ত নিয়েছিলেন পুরীর(Puri) ধাঁচে দিঘায়(Digha) তৈরী হবে জগন্নাথ দেবের মন্দির। এবার সেই প্রকল্পে ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী(Chief Minister)।

উল্লেখ্য, বৃহস্পতিবার(Thursday) কলকাতা(Kolkata) পুরভোটের(Municipal) নির্বাচনী(Election) সভায় সর্বসম্মুখে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী(Chief Minister)। এদিন তিনি বলেন, “আমি আজই এই ব্যাপারে অর্থ বরাদ্দ করছি। আমি চাই পুরীর মতোই দিঘাতেও একটি জগন্নাথ দেবের মন্দির হোক।” প্রায় দু’বছর আগে দিঘা সফরে গিয়ে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরটির পরিদর্শন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তৎক্ষণাৎই সিদ্ধান্ত নেন পুরীর মতোই জগন্নাথ দেবের মন্দিরটিকে একটি বড় আকার প্রদান করতে হবে।

KMC,Kolkata,Digha,Mamata Banerjee,মমতা বন্দ্যোপাধ্যায়,কলকাতা,দিঘা,Bengali news,News,Digha News,News of KMC,Kolkata municipal,Kolkata election,kolkata News,Digha New Temple,New Temple at Digha,জগন্নাথ দেবের মন্দির

পাশাপাশি, কালীঘাটে স্কাইওয়াকের কথাও আলোচনা করেন তিনি। বলেন, “কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে। ২৫০ কোটি টাকার কাজ। দেখবেন হাজরা পার্কে কতগুলো দোকান তৈরি হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক তৈরি করা হবে বলে সেখানে থাকা দোকানদারদের হাজরা পার্কের ভিতরে দোকান দিয়েছি। যখন স্কাইওয়াকটা হয়ে যাবে তখন ওখানে ওঁদের দোকান দিয়ে দেওয়া হবে।”

এদিকে, নির্বাচনকালীন বিজেপি বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না বলে প্রচার করে। এরপর, সেই প্রাণের উৎসবকে ইউনেস্কোর স্বীকৃতিকে বিজেপির মুখে ‛চুনকালি’ বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ কথা, “আমায় গাল দিয়েছে, এবার ইউনেস্কোকে গাল দিতে পারবে?” বৃহস্পতিবার কলকাতা পুরসভার নির্বাচনে প্রচারসভায় পরপর এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপিকে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ইউনেস্কোকে ধন্যবাদ। আমার হৃদয় ভরে গিয়েছে। যারা বলত, মমতাজি পুজো করতে দেয় না, তাঁদের মুখে আজ চুনকালি। আমি গর্বিত, সুরভিত, কল্লোলিত, বিকশিত। বলেছিলাম বাংলাকে বিশ্বসেরা করব। সারা পৃথিবীতে বন্দিত বাংলা।”

আরও পড়ুন……কালের নিয়মে লেগেছে থিমের ছটা, দুর্গা আরাধনায় এককালে ‘চালচিত্রই’ মূল সৌন্দর্যের প্রতীক

প্রসঙ্গত, হিন্দুত্ব ইস্যুতে মমতাকে আক্রমণ করা বিজেপির কৌশল। তার মধ্যে দুর্গাপুজো অন্যতম। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বাংলা দুর্গোৎসব করে আরও রমরমিয়ে সাজিয়ে তুলতে নানা ভাবে উদ্যোগ নিয়েছেন। প্রতিবছর দুর্গা পুজোর আগে ক্লাবে ক্লাবে ৫০ হাজার টাকা দান, রেড রোডের বর্ণাঢ্য কার্নিভাল ইত্যাদি বাংলার দুর্গা পুজোকে দিয়েছে এক নয়া রূপ। সেই প্রেক্ষিতেই একদিক ঐতিহ্য, অন্যদিকে, আনুষ্ঠানিক স্বীকৃতি এল ইউনেস্কো তরফে।




Back to top button