Year-Ender 2021: বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবেন তাঁরা, চলতি বছরে হারালাম যাঁদের

২০২১ সাল প্রায় শেষের মুখে। এই বছরটি ২০২০ এর তুলনায় কোনো অংশেই কম ভয়াবহ  ছিল না। ২০২০ তে করোনার প্রথম ধাক্কা মানুষ সামলে উঠতে না উঠতেই ২০২১ এ ফের করোনার দ্বিতীয় তরঙ্গ কেড়ে নেয় বহু মানুষের জীবন। এই কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন ক্রিকেটের বিশিষ্ট কিছু তারকাও। চলতি বছরে যে ক্রিকেটাররা নিজেদের প্রাণের হারিয়েছিলেন, তাঁদের তালিকা নিম্নলিখিত :

১) যশপাল শর্মা (Yashpal Sharma) :

ক্রিকেটের খবর,ভারতীয় ক্রিকেটারদের খবর,ক্রিকেটারদের মৃত্যুর খবর,২০২১ এ তারকাদের মৃত্যুর খবর,২০২১ এ ভারতীয় তারকাদের মৃত্যুর খবর,ক্রিকেটের বাংলা ভাইরাল খবর Cricket News,News of Indian Cricketers,News of Death of Cricketers,News of Death of Stars in 2021,News of Death of Indian Stars in 2021,Bangla Viral News of Cricket

১৯৮৩ সালের বিশ্বকাপ বিজয়ী যশপাল শর্মা চলতি বছরের ১৩ ই জুলাই মাত্র ৬৬ বছর বয়সে মারা যান। যশপাল সকালের হাঁটা পথ থেকে ফিরে আসার পর হৃদরোগে আক্রান্ত হন এবং সকাল ৭:৩০  টার দিকে নয়ডায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। যশপাল ১৯৮৩ সালের বিশ্বকাপে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন, যার মাত্র ৮ ইনিংসে ৩৪.২৮ গড়ে ২৪০ রান ছিল।

২) অভি বারোট (Abhi Barot) :

ক্রিকেটের খবর,ভারতীয় ক্রিকেটারদের খবর,ক্রিকেটারদের মৃত্যুর খবর,২০২১ এ তারকাদের মৃত্যুর খবর,২০২১ এ ভারতীয় তারকাদের মৃত্যুর খবর,ক্রিকেটের বাংলা ভাইরাল খবর Cricket News,News of Indian Cricketers,News of Death of Cricketers,News of Death of Stars in 2021,News of Death of Indian Stars in 2021,Bangla Viral News of Cricket

চলতি বছরের ১৬ ই অক্টোবর বারোটের অকাল মৃত্যুতে সমগ্র ক্রিকেট সম্প্রদায় গভীরভাবে শোকস্তব্ধ হয়েছিল। আভি বারোট, একজন প্রাক্তন ভারতের অনূর্ধ্ব-১৯ এর অধিনায়ক এবং ২০১৯-২০২০ মৌসুমে রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য। মাত্র ২৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অভি বারোট।

৩) বাসু পরাঞ্জপে (Vasoo Paranjape) :

ক্রিকেটের খবর,ভারতীয় ক্রিকেটারদের খবর,ক্রিকেটারদের মৃত্যুর খবর,২০২১ এ তারকাদের মৃত্যুর খবর,২০২১ এ ভারতীয় তারকাদের মৃত্যুর খবর,ক্রিকেটের বাংলা ভাইরাল খবর Cricket News,News of Indian Cricketers,News of Death of Cricketers,News of Death of Stars in 2021,News of Death of Indian Stars in 2021,Bangla Viral News of Cricket

চলতি বছরের ৩০ শে অগাস্ট ৮২ বছর বয়সে প্রয়াত হন বাসু পরাঞ্জপে। দেশের অন্যতম সেরা কোচ ও মেন্টর বাসুর উপর ভরসা রাখতেন প্রয়াত বোর্ড সভাপতি রাজ সিং দুঙ্গারপুর। বাসু পরাঞ্জপের পুত্র যতীন ভারতীয় দলে খেলেছেন। বাসু পরাঞ্জপে ১৯৮৭ সালে বিশ্বকাপে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরের দায়িত্বে ছিলেন। এমআরএফ পেস ফাউন্ডেশনে ডেনিস লিলির সঙ্গেও তিনি দীর্ঘদিন কাজ করেছেন।

৪) তারক সিনহা (Tarak Sinha) :

ক্রিকেটের খবর,ভারতীয় ক্রিকেটারদের খবর,ক্রিকেটারদের মৃত্যুর খবর,২০২১ এ তারকাদের মৃত্যুর খবর,২০২১ এ ভারতীয় তারকাদের মৃত্যুর খবর,ক্রিকেটের বাংলা ভাইরাল খবর Cricket News,News of Indian Cricketers,News of Death of Cricketers,News of Death of Stars in 2021,News of Death of Indian Stars in 2021,Bangla Viral News of Cricket

তারক সিনহা-ও পরাঞ্জপের মতনই একজন বিখ্যাত ভারতীয় কোচ যিনি আশিস নেহরা, শিখর ধাওয়ান এবং ঋষভ পান্থের মতো ক্রিকেটার তৈরি করেছিলেন। গত ৬ ই নভেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারক সিনহা। তিনি দ্য সনেট ক্লাবে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিতেন।

5) আইলিন অ্যাশ (Eileen Ash) :

ক্রিকেটের খবর,ভারতীয় ক্রিকেটারদের খবর,ক্রিকেটারদের মৃত্যুর খবর,২০২১ এ তারকাদের মৃত্যুর খবর,২০২১ এ ভারতীয় তারকাদের মৃত্যুর খবর,ক্রিকেটের বাংলা ভাইরাল খবর Cricket News,News of Indian Cricketers,News of Death of Cricketers,News of Death of Stars in 2021,News of Death of Indian Stars in 2021,Bangla Viral News of Cricket

বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত টেস্ট ক্রিকেটার হলেন আইলিন অ্যাশ। তিনি ১৯৩০ ও ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের হয়ে সাতটি টেস্ট খেলেছিলেন, ডানহাতি পেস বোলিংয়ে ২৩ গড়ে ১০ উইকেট নিয়েছিলেন। তিনি ১৯৪৯ সালে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সফরে অংশ নিয়েছিলেন। চলতি বছরের ৪ ঠা ডিসেম্বর ১১০ বছর বয়সে মৃত্যু হয় তাঁর।




Back to top button