TMC Clash: তৃণমূল রাজনীতির শোষণের মুখে বাংলার ছাত্রছাত্রীরা, কলেজ অধ্যক্ষের সামনে গায়ে হাতে ছাত্রীদের

ঘটনার সূত্রপাত গত ২০ই ডিসেম্বর। সেদিন নিউ ব্যারাকপুরের(New Barrackpore) আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ(APC College) কর্তৃপক্ষ তরফে সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি নোটিস(Notice) জারি করা হয়। যেখানে বলা হয়, ডিসেম্বরের ৩০ তারিখের মধ্যে কলেজের ত্রৈমাসিক(Three Month) বেতন(Fees) যেন সকল ছাত্রছাত্রীরা(Students) প্রদান করে দেয়। এরপরই ছাত্রছাত্রীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একটি মতভেদ দেখা যায়। ছাত্রছাত্রীদের দাবি, কলেজে ত্রৈমাসিক বেতন বাবদ প্রায় তিন হাজার টাকা নেওয়া হচ্ছে। যা সরকারি নথিপত্র অনুসারে কিছুটা ঠিক হলেও বর্তমান পরিস্থিতিতে কোনও মতেই সঠিক কাজ নয়।
বর্তমানে করোনা জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। দৈনিক খবরের কাগজের পাতা উল্টে পালটে দেখলেই দেখা যায়, পরিবারের আর্থিক পরিস্থিতি শোচনীয় হওয়ায় পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে অনেক পড়ুয়াকে। প্রসঙ্গত, এই প্রকার মানবিক আবেদনের ভিত্তিতে এপিসি কলেজের অনেকাংশের ছাত্রছাত্রীরা কলেজ অধ্যক্ষের সঙ্গে ত্রৈমাসিক বেতন কমানোর দাবি জানিয়ে দেখা করেন। পড়ুয়াদের দাবি, কলেজ অধ্যক্ষ তাদের সাথে একবারও ঠিক করে কথা বলেননি। এছাড়াও, পড়ুয়াদের আরও দাবি, করোনা পরিস্থিতির জেরে যখন কোনও ক্লাস ঠিক করে হয়নি সেই পরিস্থিতিতে দাঁড়িয়েও কেন কলেজ কর্তৃপক্ষ এই পরিমাণ টাকা নিচ্ছে?
উল্লেখ্য, সোমবার এপিসি কলেজ চত্বরে ফের একবার জমায়েত করে ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, তাঁরা শান্তিপূর্ণভাবে ছাত্র আন্দোলনটিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু কলেজের ছাত্র পরিষদ তা করতে দেয়নি। পড়ুয়াদের দাবি, তাঁদের উপর হামলা চালায় তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা। বাজে ভাষায় তাঁদের সাথে কথা বলে, কলেজ অধ্যক্ষের সামনেই মেয়েদের গায়ে হাত দেয় তৃণমূলের ছাত্র ইউনিয়নের ছেলেরা। কিন্তু অধ্যক্ষ কোনওরকম প্রতিবাদ করেন না। ছাত্রদের নিরপেক্ষ আন্দোলনকে একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাগিয়ে দিয়েছে তৃণমূল ছাত্র ইউনিয়ন এমনটাই জানা যাচ্ছে বিক্ষোভরত পড়ুয়াদের তরফ থেকে।