TMC Foundation Day: একুশে বাংলার মন কেড়েছে মমতা, তৃণমূল ভেসেছে উন্নতির জোয়ারে

আজ বিশ্ব(World) মজেছে নতুন বছরের(New Year) আনন্দে। পাশাপাশি, এই নতুন বছরের আনন্দের মধ্যেও আরও একটি আনন্দ মাথা চাড়া দিয়ে উঠেছে বাংলা(West Bengal)র বুকে। কারণ, আজকের দিনেই স্থাপন হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস(All India Trinomool Congress)। সালটা ১৯৯৭, ভারতীয় কংগ্রেসের(Indian Congress) সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে এক নতুন দিকে বাংলা রাজনীতি(West Bengal)কে চালনার উদ্দেশ্যে মাঠে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার বুকে তখন বামেদের(Left Front) শাসন। আর এই শাসনকেই ভেঙে গুঁড়িয়ে দিতে মাঠে নামা মমতা(Mamata Banerjee)র। ৯৭-এর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তৃণমূল কংগ্রেস(TMC) নাম ভারতীয় নির্বাচন কমিশনে নথিভুক্ত করা। এরপর ১৯৯৮-এর পয়লা জানুয়ারি অর্থাৎ আজকের দিনেই প্রতিষ্ঠা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।
বাংলার রাজনীতিতে সে যেন এক নতুন মোড়। বাংলা বুকে চিরকালীন রাজনৈতিক দলের মুখ কোনও পুরুষই হত কিন্তু ১৯৯৮-এর পয়লা জানুয়ারির পর যেন সব কিছু ঘেঁটে গেল। কারণ, তৃণমূল কংগ্রেস নামে গড়ে ওঠা এই নতুন দলটির মুখ হয়ে উঠলো বাংলারই একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কানে এলো তিনি নাকি একজন বেশ জাঁদরেল নেত্রী। এছাড়াও, এনডিএ জোট সরকারের নেতৃত্বে রেলমন্ত্রী থাকা কালীন বাংলা প্রতি তাঁর অবদান অনেক। উল্লেখ্য, শহরের একটি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এই মেয়েটি ধীরে ধীরে হয়ে উঠলো বাংলার মুখ। সিঙ্গুর আন্দোলন মাধ্যমে সিপিএমকে নতজানু করে দখল করলো বাংলার মানুষের মন ও শাসন।
আরও পড়ুন……Mamata Banerjee: লক্ষ্মীর ভান্ডার এখন গড়ের মাঠ, মমতার একের পর এক প্রোজেক্টে পড়েছে ‘লালবাতি’
বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মুকুট উঠে গেল তাঁর মাথায়। সিপিএম-এর ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলার রাজনীতিকে চালনা করলো এক নতুন পথে। তবে এই রাজনৈতিক প্রেক্ষাপট সময়ের সাথে পরিবর্তন হয়েছে বেশ অনেকটা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১১ সালে বাংলায় জয় লাভ করলেও তৃণমূলের রাজনৈতিক পরিসর বাংলা বুকে ২০২১ এসে পৌঁছেছে এক অন্য উচ্চতায়। আসলে বলা যেতে পারে, ২০২১ সালটির রাজনৈতিক প্রেক্ষাপট বাংলা বুকে বেশ গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচন, উপনির্বাচন কিংবা কলকাতা পুরভোট প্রতিটি ক্ষেত্রেই বাংলার মানুষের ভরসা বাংলার মেয়ে। তার ফলে গোটা বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ও তাঁর দলের মধ্যে দেখা গেছে উন্নতি। বাংলার মধ্যে এক মারাত্মক সংখ্যাগরিষ্ঠতার সাথে ছড়িয়ে পড়েছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে বাংলা ছাড়িয়ে দেশেরও বিজেপি বিরোধী প্রধান মুখ হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেশের নানা রাজ্যেই ছড়িয়ে যেতে পেরেছে তাঁর দল। সুতরাং সর্বশেষে বলা যেতে পারে, গোটা একুশ জুড়েই মমতা ও তৃণমূলের রাজনৈতিক জীবনের মধ্যে দেখা গেছে এক উন্নতির জোয়ার যা হয়তো আগামী আরও বেশ কয়েক বছরের জন্য বাংলার রাজনৈতিক ময়দানে তাঁদের অস্তিত্বকে নিশ্চয়তা দিয়ে দিয়েছে।