Gold Rate: নতুন বছরে নতুন ভাবে বৃদ্ধি পেলো সোনার দাম, আপনার শহরে কত দাম জেনে নিন
প্রতিদিন প্রায় সকল জিনিসপত্রের দামের পারদ হুহু করে বেড়ে চলেছে। পণ্য সামগ্রী, ভোজ্য তেল, জ্বালানি তেল সবকিছুর দামের গ্রাফ তরতরিয়ে উঠছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষের নাজেহাল অবস্থা বর্তমানে। যাও বা সোনা কিনে তাঁরা ‘গচ্ছিত’ সম্পদ হিসাবে মজুত রাখতো সেটাতেও একটা ভাটার টান দেখা যাচ্ছে। এইসমস্ত কারণে বর্তমানে অনেকেই সোনা কেনার থেকে বিরত থাকছেন। কারণ ক্রমেই সোনার দাম বেড়েই চলেছে। এবং কলকাতা শহরে সোনার দাম প্রায় অনেকটাই বেড়েছে। আসুন জেনে নেওয়া যাক আপনার শহরে নতুন বছরে কোথায় কতো বাড়লো দাম।
আজকে নতুন বছরে কলকাতা(Kolkata) শহরে ১ গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ধার্য করা হয়েছে(22 Carat Gold price) ৪,৭১৫ টাকা এবং ১০ গ্রামের(10 Gram) মূল্য হয়েছে ৪৭,১৫০ টাকা। গতকালের যার মূল্য এর থেকে একই ছিল। এবং কোলকাতায় আজ ১ গ্রাম ২৪ ক্যারেট(24 Carat Gold Price) সোনার মূল্য ৪,৯৮৫ টাকা এবং ১০ গ্রামের মূল্য হয়েছে ৪৯,৮৫০ টাকা। গতকালের দাম এবং আজকের দাম দুটিই এক। প্রসঙ্গত, যদি আগের বছরের ডিসেম্বর মাসের সোনার দামে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে ৩০শে ডিসেম্বরে ১০ গ্রামের ২২ ক্যারেট সোনার মূল্য ছিল ৪৭,০৫০ টাকা এবং বর্তমানে সেই মূল্য ৪৭,১৫০টাকা অর্থাৎ ১oo টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম।
উল্লেখ্য ডিসেম্বরের শেষে অর্থাৎ ৩০শে ডিসেম্বরে ১০ গ্রামের(10 gram) ২৪ ক্যারেট সোনার মূল্য(24 carat gold Price) ছিল ৪৯,৭৫০ টাকা এবং বর্তমানে তা ৪৯,৮৫০ টাকা অর্থাৎ ১o০ টাকা বৃদ্ধি পেয়েছে সোনার দাম। নভেম্বরের শেষে দাম কমলেও নতুন বছরের শুরুতেই ফের বৃদ্ধি পেয়েছে সোনার দাম। ১০ গ্রামের(10 Gram) ২২ ক্যারেট সোনার মূল্য(22 carat Gold Price) ডিসেম্বরের শেষে যে মূল্য ছিলো বর্তমানে সেই মূল্য বেড়েছে ১০০টাকা। এদিন সোনার দাম ছিল ৪৭,৭৫০টাকা। একই তফাৎ ছিল ১০ গ্রামের ২৪ ক্যারেটের সোনাতেও। সেই দিন সোনার দাম ছিল ৪৯,৭৫০টাকা। আজ সেটার দাম বেড়ে ৪৯,৮৫০টাকায় এসে দাঁড়িয়েছে। এরপর থেকে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের সোনার দাম বেড়েই চলেছে। বর্তমানে যার দাম হয়েছে ৪৯,৮৫০টাকা।তাহলে বলাই যায় নতুন বছরে সোনার দাম বাড়ায় কলকাতাবাসি আবারও অপেক্ষা করে আছেন কবে বাঙালি নববর্ষ আসবে।