Hindi Serial TRP – অনুপমা থেকে কুন্ডলি ভাগ্য টিআরপি দৌড়ে কে এগিয়ে, রইল সম্পূর্ণ তালিকা

গত কয়েক বছরে ওটিটি প্ল্যাটফর্মে(OTT platform) যেভাবে বাঁধা গতের বাইরে বিভিন্ন ধরনের কনটেন্ট(content) এবং প্লট (plot) নিয়ে কাজকর্ম হচ্ছে তাতে আশঙ্কা করা হয়েছিল যে ধারাবাহিকের গুরুত্ব হয়তো কমে যাবে।
কিন্তু আঞ্চলিক ভাষা এবং হিন্দি উভয় ক্ষেত্রেই ধারাবাহিকের একটি নির্দিষ্ট দর্শক থাকে। পাশাপাশি ধারাবাহিকের নির্মাণের(making) ক্ষেত্রে নতুনত্ব আনার ফলে ধারাবাহিকের দর্শক সংখ্যা এবং টিআরপি(TRP) উভয় ক্ষেত্রেই তেমন বড় প্রভাব পড়েনি বললেই চলে। হিন্দি ধারাবাহিকের মধ্যে এই মুহূর্তে প্রথম দশে যেগুলি রয়েছে সেগুলি হল
অনুপমা

এই মুহূর্তে ন্যাশনাল চ্যানেলে টিআরপির দৌড়ে সবার ওপরে রয়েছে অনুপমা। এটি এক মধ্যবয়সী মহিলার গল্প যিনি সংসারের জন্য ত্যাগ করেছিলেন তার স্বপ্ন ও উচ্চাশা। কিন্তু স্বামী ও পরিবার তার এই ত্যাগের কোনপ্রকার কদর না করায় তিনি সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেন। মধ্যবয়সী মহিলার আলাদা ধরনের জীবন সংগ্রামের এই কাহিনী মুগ্ধ করেছে দর্শককে।
ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়

ভারতীয় টেলিভিশনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা ধারাবাহিক এই মুহূর্তে ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়। কেন্দ্রীয় চরিত্র অক্ষরার গল্প থেকে শুরু করে গল্প বাঁক নেয় তার মেয়ে নায়রার জীবনের দিকে। এরপর অনেক চড়াই উতরাই পেরিয়ে বর্তমানে আবারও নায়রার মেয়ে অক্ষরার গল্প নিয়ে এগিয়ে চলছে এই ধারাবাহিক।
উডারিয়াঁ

অল্প কিছুদিনের মধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে উডারিয়াঁ ধারাবাহিকটি। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র জ্যাসমিন পাঞ্জাবের একটি মেয়ে যার স্বপ্ন কানাডায় গিয়ে সুখ ও সমৃদ্ধশালী জীবন যাপন করা।
কুছ রং পেয়ার কে অ্যায়সে ভি

দুটি সিজন পেরিয়ে সম্প্রতি তৃতীয় সিজনও শেষ করেছে টিআরপি তালিকায় ওপরের দিকে থাকা এই ধারাবাহিকটি। এই সিজনে সোনাক্ষী এবং দেবের সন্তানদের নিয়ে জটিলতার পাশাপাশি তৃতীয় ব্যক্তি সঞ্জনার উপস্থিতি ঘিরে গড়ে ওঠে ধারাবাহিকের গল্প।
ইয়ে হ্যায় চাহতে
এই ধারাবাহিকে প্রধান চরিত্র ডঃ প্রীষা খুরানা দায়িত্ব নেন তার বোনের ছেলের। আচমকা বোনের মৃত্যু হলে তিনি এই দায়িত্ব তুলে নেন। মা হবার ক্ষেত্রে নিজের কিছু জটিলতা থাকাতেই এই সিদ্ধান্ত নেন তিনি।
গুম হ্যায় কিসিকে পেয়ার মে
এই ধারাবাহিকের প্রধান চরিত্র বিরাট তার প্রতিজ্ঞা পালন করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হন। পাশাপাশি তার জীবনে ফিরে আসে তার পুরোনো প্রেম। ত্রিকোণ প্রেমের এই গল্প মন কেড়েছে দর্শকদের।
পান্ডিয়া স্টোর
পান্ডিয়া স্টোর এক মধ্যবিত্ত দম্পতির গল্প যারা পান্ডিয়া স্টোর নামে তাদের নিজেদের দোকানকে ঘিরে স্বপ্ন দেখে। পাশাপাশি তারা দায়িত্ব নেয় তিনজন ছোট ভাইয়ের। এমনকি ছোট ভাইদের মানুষ করতে নিজেদের সন্তান না নেওয়ারও সিদ্ধান্ত নেয় এই দম্পতি।
বড়ে আচ্ছে লাগতে হ্যায় ২
২০১১ সালে টেলিভিশন জগতে হইচই ফেলে দিয়েছিল রাম কাপুর এবং সাক্ষী তনওয়ার অভিনীত বড়ে আচ্ছে লাগতে হ্যায়। দশ বছর পর আবারও শুরু হয়েছে এর সিকোয়েল যেখানে চরিত্রদের নাম একই আছে অর্থাৎ রাম এবং প্রিয়া, শুধু অভিনেতারা এবং গল্প বদলে গিয়েছে।
কুন্ডলি ভাগ্য
প্রীতা এবং ঋষভের হাজার রকম টানাপোড়েন পেরিয়ে অন্যরকমের বিয়ে এবং ঋষভের পরিবারকে সুখী করার চেষ্টা এই নিয়েই এগিয়ে চলেছে কুন্ডলি ভাগ্য ধারাবাহিকটি। বর্তমানে প্রীতার মা হবার সম্ভাবনা নিয়েই টানাপোড়েন চলছে গল্পে।
তারক মেহতা কা উল্টা চশমা
দীর্ঘ কয়েক বছর ধরে একই ভাবে নির্মল হাস্যকৌতুকের মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করে আসছে তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকটি। একটি আবাসনের বিভিন্ন বাসিন্দাদের মজাদার কাজকর্ম নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিকটি একইভাবে টিআরপি তালিকায় ওপরের দিকে রয়েছে কয়েক বছর ধরে।