Mega Serial- বন্ধ হচ্ছে ‘শ্রীময়ী’,নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’ করে নিতে চলেছে নিজের জায়গা

রাখী পোদ্দার, কলকাতা: ফের বডফের বড়োসড়ো রদবদল হতে চলেছে স্টার জলসার(star jalsa) প্রাইম স্লটে(prime slot)। করোনা(corona) অতিমারির প্রভাব দেখা গিয়েছে বিনোদন(entertainment) জগতেও(industry)। এই জন্যই কোনও ধারাবাহিক(serial) নিয়ে কোনও রকম রিস্ক(risk) নিতে নারাজ প্রযোজক সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ। তাই কোনও ধারাবাহিকের টি আর পি(TRP) কমে গেলে বদল করা হচ্ছে ধারাবাহিকের স্লট বা বন্ধ করে দেওয়া হচ্ছে। গত কয়েক মাসে(month) টি আর পির লড়াইয়ে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে স্টার জলসা। সেক্ষেত্রে আবার এগিয়ে রয়েছে জি বাংলা(zee bangla) চ্যানেল(channel)। তবে স্টার জলসার একেবারে নতুন ধারাবাহিক ‘খুকুমণি হোম ডেলিভারি’ পাচ্ছে বেশ ভালোই টি আর পি। এবার পালা আরও এক নতুন শুরুর।
দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে চ্যানেলের আপকামিং শো( upcoming show) ‘গাঁটছড়া’র প্রোমো। আর তা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়( social media)। সোলাঙ্কি রায়, গৌরব চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায় এর মতো একাধিক তারকা রয়েছেন এই ধারাবাহিকে। সিরিয়ালের প্রোমো(promo) প্রকাশ্যে আসার পরই এই সিরিয়ালের টাইম স্লট নিয়ে শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। নতুন সিরিয়াল আসায় অন্য কোন সিরিয়ালকে তবে ছাড়তে হবে নিজের জায়গা?
আরও পড়ুনঃ Serial TRP list- দেখে নিন এই এই সপ্তাহে মেগা সিরিয়ালের সেরা পাঁচের তালিকায় কে কে আছে
তবে এখনও পর্যন্ত ‘গাঁটছড়া’-র স্লট নিয়ে প্রযোজনা সংস্থা অ্যাক্রোপলিসের(Acropolis) তরফে কোনও মন্তব্য করা হয়নি। চুপ চ্যানেল কর্তৃপক্ষও। কিন্তু ‘গাঁটছড়া’ যে প্রাইম টাইমেই আসবে, তা নিশ্চিত। কারণ নতুন কোনও সিরিয়ালকে প্রাইম টাইম স্লট দেওয়াই নিয়ম। তথাকথিত ভাবে সন্ধ্যে সারে পাঁচটা থেকে সাতটা প্রাইম টাইম না হলেও এই সময়ের টি আর পি বেশ ভালোই স্টার জলসার। এদিকে রাত আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত সবকটি স্লটই ভর্তি। চলছে নতুন তিনটি সিরিয়াল ‘ধুলোকণা’, ‘মন ফাগুন’, ‘আয় তবে সহচরী’। ‘ধুলোকণা’ এবং ‘মন ফাগুন’ রয়েছে টিআরপির তালিকায়(TRP list) সেরা দশের(top ten) মধ্যে। টি আর পির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে গেছে ধারাবাহিক ‘শ্রীময়ী’ ও ‘খড়কুটো’।
তাহলে এবার কোপটা কার ঘাড়ে পড়বে? যদিও এখনও নিশ্চিত খবর পাওয়া যায়নি এ ব্যাপারে তবে শোনা যাচ্ছে পুরনো সিরিয়াল ‘শ্রীময়ী’কেই জায়গা ছেরে দিতে হবে নিজের। ‘শ্রীময়ী’-র ক্ষেত্রে কাহিনী যেন মূল প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছে। এর জেরে দর্শক টানতে পারছে না এই ধারাবাহিক। তবে ‘শ্রীময়ী’ এখনই বন্ধ হয়ে যাচ্ছে কি না, সে নিয়ে দ্বিমত রয়েছে। তবে এমনটাই ইঙ্গিত রয়েছে। মনে করা হচ্ছে ‘শ্রীময়ী’ হয়ত স্লট পরিবর্তন হবে। রাত এগারোটার স্লটে ধারাবাহিক ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ শেষ হচ্ছে। সেই স্লটেই ঢুকতে পারে ‘শ্রীময়ী’। আর সন্ধ্যা সাড়ে সাতটার স্লট হয়ত পেতে পারে নতুন ধারাবাহিক ‘গাঁটছড়া’।